আমরা কতোটুকু দেখতে ভালোবাসি?
আমরা কতোটুকু দেখতে ভালোবাসি? - কথাটা হয়তো খুবই অযাচিত রকমের বোকা বোকা মনে হতে পারে তথাপি আসলেই আমাদের দৃষ্টিসীমার মাঝে থেকেও আমরা সাবজেক্টলি কোন বিষয়ের একটি নির্দিষ্ট রেইঞ্জ অবধি দেখতে পছন্দ করি - এরচেয়ে কম হলে সেটা যেমন দৃষ্টিগ্রাহ্যতা হারায় তেমনি বেশী হলে তেমনি অর্থহীনতায় মূল্যায়ন হারায়!
আমাদের সাইকোলজিক্যাল দৃষ্টি সীমানা
আচ্ছা বিষয়টি আরেকটু সহজভাবে উদাহরণসহ যদি বলি আকাশের ঐ দূরের নীল উজ্জ্বল নক্ষত্র খোলা আকাশে গভীর গাঢ় রাতের অন্ধকারে কেমন লাগে?
অবশ্যই সেটা আপনার মন জুড়িয়ে দেয় তাইনা?!
অথচ সেই নক্ষত্রই যদি টেলিস্কোপ এমনভাবে Zoom In করা হয় তাহলে সেটির পৃষ্ঠদেশ দেখতে হয়তো আপনার ভালো লাগবে না - এটলিস্ট সেই মুগ্ধ করার মতো অনুভূতি আর রইবে না। আবার Zoom Out করতে করতে একটি সময় হয়তো তা আমাদের দৃষ্টিতে অদৃশ্য হয়ে যাবে!
আচ্ছা এবার ভাবুন তো আপনার ভালোলাগার সেই ভালো মানুষটার কথা যার প্রতি প্রীতি আর ভালোবাসায় আপনার এতো আবেগ ও অনুভূতি...
যে মানুষটার মুখের অবয়ব আপনার মন কেড়ে নেয় সেই মানুষটার মুখের ব্রণের মাঝে জমে থাকা পুজ কি আপনার ভালো লাগবে কিংবা আপন দৃষ্টিতে সেটা সুখকর ভালো লাগার অনুভূতির জন্ম দিতে পারবে?
MindScope Psychological Stimulative Simulation
কথাগুলো বেশ বেখাপ্পা টাইপের মনে হতে পারে - তথাপি আসুন MindScope Psychological Stimulative Simulation দিকে আলোকপাত করি; এরপর না হয় আলোচনা করা যাবে...
MindScope Psychological Stimulative Simulation
Direct Access:- MindScope Psychological Stimulative Simulation WebPage
Analysis
এই Simulation আপনি Zoom In এবং Zoom Out করে একটি চিত্রের কোন একটি নির্দিষ্ট অংশ যথাক্রমে এতোটাই নিকটে এনে অপ্টিক্যাল ভিউ করতে পারেন যখন একটি সময় সেটি ঐ চিত্রের আসল বৈশিষ্ট্য প্রকাশক চিহ্ন হারাবে - আবার আপনি যদি Zoom Out করেন তবে একটি সময় তা ক্ষীণ হতে হতে এতোটাই ন্যারো হয়ে যাবে যা আপনার দৃষ্টিগ্রাহ্যতা হারাবে [এই বিষয়টি আপনি Simulation এর Up/Down/Left/Right সব ক্ষেত্রেই মুভমেন্ট করাতে পারবেন]।
Significance
আমরা যে শুধু চোখ দিয়ে দেখি সেটা শুধুই চোখ বা অপ্টিক্যাল নার্ভের ক্রিয়া নয় বরং এটার সহিত জুড়ে আছে ব্রেইনের ইলেকট্রিক ইম্পালসিভ সিগন্যালে জেনারেট হওয়া তেমনি সেন্সেশন যা কিনা সাইকোলজিক্যালি আমাদের উদ্দীপিত করে এমনভাবে যেন - আমরা সহজাতগতভাবে ততোটুকুতেই সৌন্দর্য এবং অর্থবহতার মূল্যায়ন করি যেমনটা আমাদের ব্রেইনের প্যাটার্নে মানসিকতার গ্রাফ - তাতে সেই দৃষ্টিসীমানার এপারে কি ওপারে আমাদের একই সাবজেক্টেই আমাদের ভালো লাগা ও গ্রাহ্যতা হারায়...
আপনি বা আমি এবং আমরা ততোটুকুই দেখতে ভালোবাসি যা আসলে আমরা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করি - তবে এই বাইরে বা ভেতরেও থাকতে পারে আরও কিছু সেইসব ভালোবাসায় যখন আগ্রহ জন্মাবে তখন হয়তো আপনি আরও গভীরভাবে ভাবতে সক্ষম হবেন....মেটাফোরলি চোখের দেখা সে তো এক মস্ত সাইকোলজিক্যাল ইলিউশান আরকি!
শুভকামনা রইলো