সাইকোলজিক্যালি অমরত্ব লাভ করুন!
প্রারম্ভিকতা
অমরত্ব লাভের ইচ্ছা আমাদের চিরন্তন - তাতে বিভিন্ন ধর্মীয় উপকথায় বিষয়টি "মৃত্যুর পরের জীবন" তথা "পরকাল" এর আবির্ভাব ঘটায় - আবার কিছু কিছু ধর্মে এই বিষয়টিই ভিন্ন ধারায় পরজন্ম বা জন্মান্তরবাদের অবতারণা ঘটায়; এখানে পরজন্ম বা পরকাল এর বিষয়টির এনলাইসিস ব্যতিরেকেই সাইকোলজিক্যালি অমরত্ব লাভের এক চিন্তন প্রয়াসের সূত্রপাত করার প্রয়াস নেওয়া হচ্ছে [এই বিষয়টি পরজন্ম বা পরকালের ধারনাটির অসারতা প্রমাণের প্রেক্ষাপটে নয় বরং এই 'অমরত্ব লাভের চিরায়ত যে সুপ্ত ইচ্ছা বা কামনা' উহারই এক সাইকোলজিক্যাল অনুকৃতি মাত্র]!
সাইকোলজিক্যাল অমরত্ব!
আপন প্রাণের প্রতি মায়া চিরন্তন তাইতো চিরজীবী হওয়ার সাধে অমরত্ব লাভের প্রয়াস ইতিহাসে বহু পুরাতন; তবুও অদ্যবধি মৃত্যুকে জয় করা সম্ভব হয়নি...আধুনিক বিজ্ঞান হয়তো এখনো বয়স নামক সংখ্যার পরিধী পার করে অনন্ত অসীমে পাড়ি দিতে পারিনি তবে ভবিষ্যতে একদিন সত্যিই যেন মৃত্যুঞ্জয়ী হওয়ার শখ মিটে! আসুন আপত আপেক্ষিকভাবে অমরত্বের সুধা পানে প্রয়াসী হই...
Mind Download করুন
সর্বপ্রথম আমাদের Mind Download করতে হবে:-
মানব মন (Mind) তথা Human Brain এর ক্রিয়াবিধি (Activities) যেমন অত্যাশ্চর্য বিচিত্র তেমনি অসীম বিস্তৃত সুতরাং সহজভাবে সাধারণ খাতা-কলমে কিংবা ড্রাইভে আমাদের ব্রেইন তথা মন (Mind) এর আদ্যোপান্ত সংরক্ষণ (Save) করে রাখা নিশ্চয়ই সহজ সম্ভবপর নয় - তথাপি আপাতভাবে সাইকোলজিক্যালি আমাদের মনের নিত্য আচরণ - চরিত্র ও প্রকৃতিগত তথ্যসমূহ দ্বারা প্রতিকৃতি তৈরীর অন্তত প্রয়াস নিতে পারি [মনে রাখা উচিত হবে যে এটি একদমই পরম নয় বরং সময়, অবস্থা, অবস্থান, পরিবেশ, পারিপ্বার্শিকতা প্রভৃতির স্বাপেক্ষে খুবই আপেক্ষিক]। আমরা কিছু প্রশ্ন-উত্তরের মাধ্যমে [নিজেই নিজেকে উদ্দেশ্য করে নিজের মন হতে স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত সত্যাসত্য উত্তর সমূহ দ্বারা] আপন মনের প্রতিকৃতি তৈরী করবো অতঃপর সেইসব তথ্য (Data) সাংকেতিকভাবে সংরক্ষণ করবো!
মূল্যায়ন
(1) বৈজ্ঞানিক চিন্তাধারা'র প্রতি আপনার মানসিকতা কেমন? (A) কট্টর বিজ্ঞান পন্থী এবং বিজ্ঞান প্রেমী (B) বিজ্ঞান মানেন তবে যেটা আপন বিশ্বাস বিরুদ্ধ সেই বিষয়ে নিশ্চুপ থাকেন (C) বিজ্ঞানের অবদান উপভোগ করলেও মোটের ওপর বিজ্ঞান মানতে নারাজ!
(2) আপনি কি সবকিছুই যুক্তি দিয়ে যাচাই করতে প্রয়াসী হউন? (A) কট্টর যৌক্তিক (B) মোটামুটি যৌক্তিক (C) যৌক্তিকতা খুব একটা ভালো লাগে না!
(3) প্রবলেম সলভিং এর বিষয়ে আপনার মানসিকতা কেমন? (A) যতোক্ষন না অবধি প্রবলেম সলভ করতে পারছেন ততোক্ষন লেগে থাকেন (B) বেশ কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হলে হাল ছেড়ে দেন (C) "আপনাকে দিয়ে হয়তো সম্ভব না" এমনটা ভেবে শুরুর দিকেই নিস্তার লাভ করেন।
(4) আপনার কি ম্যাথমেটিকস ভালো লাগে? (A) খুবই ভালো লাগে (B) মোটামুটি ভালো লাগে (C) একদমই ভালে না।
(5) সময় বা টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আপনার Activity কেমন? (A) সবসময় টাইম রুটিন মেইনটেইন করেন (B) টাইম রুটিন থাকলেও ইচ্ছাকৃত অথবা অযুহাতে মেইনটেইন করা হয়ে উঠে না (C) একদমই টাইম রুটিন ফলোআপ করতে ইচ্ছে হয়না বরং পারিপ্বার্শিকতার স্বাপেক্ষে সময় প্রবাহে নিজেকে নিবেদিত করেন।
(6) আপনার ধৈর্য্য ও অধ্যবসায় কেমন বলে আপনি বিবেচনা করেন? (A) অত্যাধিক (B) মোটামুটি (C) খুব বেশী নয়।
(7) একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি আপনার অবিচলতা কেমন? (A) প্রখর এবং অটুট (B) স্বাভাবিক তথাপি খুব একটা ফোকাস ধরে রাখতে পারেন না (C) নিয়ত বিক্ষিপ্ত মানসিকতা।
(8) আপনি কি উচ্চাভিলাষী এবং নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন? (A) এক্সট্রিম (B) মোটামুটি (C) নাহ...বরং অলীক কল্পনা ভেবে নিজেকে আত্ম-প্রবোধে সীমাবদ্ধ রাখেন!
(9) আপনি কতোটুকু আবেগী [Emotional] বলে নিজেকে মনে করেন? (A) খুবই আবেগী (B) মোটামুটি আবেগী (C) খুব একটা আবেগী নয় বলেই মনে হয়।
(10) আপনি কতোটা স্পষ্টভাষী? (A) সর্বদাই স্বচ্ছ ও স্পষ্টভাষী (B) মোটামুটি (C) খুব একটা স্পষ্টভাষী নন।
(11) আপনি কি মিষ্টভাষী? (A) সর্বদাই মিষ্টভাষী (B) ক্ষেত্রবিশেষে মিষ্টভাষী কিংবা কর্কশ (C) সচরাচর কর্কশ।
(12) অন্যকে বিশ্বাস করার বিষয়ে আপনার মনোভাব কেমন? (A) সর্বদাই খুবই সন্দেহ প্রবণ মানসিকতা (B) যাচাই বাছাই করার পর আস্থাশীল হউন (C) সহজেই বিশ্বাস করে ফেলেন।
(13) আপনার প্রিয়জনকে ভালোবাসার ক্ষেত্রে আপনি নিজে কতোটা ডেডিকেটেড বলে মনে হয়? (A) সম্পূর্ণটাই উজার করে দিতে চান (B) ভালোবাসেন বটে তবে স্বার্থ-সম্পর্কের নিক্তিতে ওজন করে (C) শুধুই আপন স্বার্থ ও প্রতিদান নিয়ে ভাবেন!
(14) শরীরের রং বা বর্ণ এর ক্ষেত্রে আপনার মানসিকতা কেমন? (A) সর্বদাই ফর্সা রং পছন্দ করেন (B) শরীরের বর্ণ বিবেচ্য নয় (C) কালো বর্ণ মোটেই পছন্দ হয়না - ঘৃণা বা নেগেটিভ মানসিকতা কাজ করে।
(15) প্রেম - ভালোবাসা অথবা প্রণয়ের ক্ষেত্রে আপনি কোন ফ্যাক্ট'টি গুরুত্ব দেন? (A) সৌন্দর্য (B) সৌন্দর্য ও মেধা (C) বিশেষভাবে শুধুই মেধা।
(16) আপনি কেমন প্রতিক্রিয়াশীল? (A) খুবই (B) মোটামুটি (C) ক্ষীণ।
(17) আপনার রাগ ও ক্রোধ এর মাত্রা কেমন? (A) অত্যাধিক (B) স্বাভাবিক - মোটামুটি (C) মোটেই খুব বেশী নয়।
(18) আপনি কি ধীর-স্থির ও ঠান্ডা মাথার (Cool Mind) এর মানুষ? (A) খুবই (B) মোটামুটি (C) মাথা গরম তথা Hot Tempered মানসিকতার।
(19) আপনি কি সূক্ষ ও কূটকৌশলী? (A) এক্সট্রিম এবং দক্ষ (B) মোটামুটি (C) মোটেই না।
(20) আপনার মাঝে লোভ-লালসার মাত্রা কেমন? (A) খুবই (B) সহজাত স্বাভাবিক (C) খুব একটা নেই বললেই চলে।
(21) আপনার কি নিজেকে স্বার্থপর বলে মনে হয়? (A) হ্যা (B) স্বাভাবিক (C) একদমই না।
(22) আপনি কেমন এগ্রেসিভ? (A) সর্বদাই এগ্রেসিভ (B) ক্ষেত্রবিশেষে এগ্রেসিভ তবে সচরাচর স্বাভাবিক (C) খুবই শান্ত।
(23) আপনার কি মুড সুইয়িং হয়? (A) প্রায়শ (B) মাঝে-মধ্যে (C) কদাচিৎ কিংবা মুড সুইয়িং আত্ম-উপলব্ধি করতে পারেন না।
(24) আপনি কি কল্পনার সাগরে ডুব দিয়ে থাকতে ভালোবাসেন? (A) সিংহভাহ সময় ফ্যান্টাসিতে ডুবে থাকেন (B) ফ্যান্টাসি ভালো লাগে তবে সজাগ-সচেতন বটে (C) মোটেই না...পুরোদস্তুর বাস্তববাদী।
(25) আপনার কি ভ্রমণ ভালো লাগে? (A) খুবই (B) মোটামুটি (C) মোটেই না।
(26) আপনার কি এডভেঞ্চার ভালো লাগে? (A) খুবই (B) মোটামুটি (C) একদমই না।
(27) আপনার কি শৃঙ্খলা ভালো লাগে নাকি মুক্ত থাকতে ভালো লাগে? (A) একদম মুক্ত ও স্বাধীন (B) স্বাভাবিক (C) কট্টর শৃঙ্খলা।
(28) আপনার কি গান বা সুর ভালো লাগে? (A) খুবই ভালো লাগে (B) মোটামুটি (C) একদমই না।
(29) আপনার কি একাকীত্ব ভালো লাগে নাকি মুখর পরিবেশ? (A) প্রায়শই একাকীত্ব (B) ক্ষেত্রবিশেষে একাকীত্ব এবং মুখর পরিবেশ (C) মুখর পরিবেশ এবং আড্ডা।
(30) আলো - অন্ধকারের প্রতি আপনার প্রতিক্রিয়া কেমন? (A) অন্ধকার ভালো লাগে এবং স্বস্তিবোধ করেন (B) বিশেষ প্রতিক্রিয়া নেই (C) আলোতে কমফোর্টে ফিল করেন এবং অন্ধকারে অস্বস্তিবোধ করেন।
(31) আপনি কি অন্তর্মুখী নাকি বহির্মুখী? (A) অন্তর্মুখী (B) বহির্মুখী (C) ঠিকমতো নিজেই বুঝে উঠতে পারেন না...
(32) আপনার কি নিজেকে কোনরূপ সাইকোপ্যাথ বলে মনে হয়? (A) হ্যা (B) সঠিক বুঝে উঠতে পারেন না (C) সুস্থ ও স্বাভাবিক।
(33) আপনার ভেতর প্রথাগত বিশ্বাস [যেমন ধর্ম - আধ্যাত্মিকতা প্রভৃতি] কেমন? (A) খুব প্রখর (B) সচরাচর মোটামুটি (C) একদমই নয়।
(34) আপনি কি কালো জাদু / ব্ল্যাক ম্যাজিক ইত্যাদিতে বিশ্বাসী? (A) তীব্রভাবে বিশ্বাসী (B) অবিশ্বাসী নন তবে ঘটনার পিছনে যুক্তি ও কারণ অনুসন্ধান করেন (C) একদমই বিশ্বাসী নন।
(35) আপনি নিজেকে কতোটা সৎ বলে মনে করেন? (A) সর্বদাই অভ্যন্তরীনভাবে সৎ থাকার চেষ্টা করেন (B) বাহ্যিকভাবে সততা বজায় রাখার চেষ্টা করেন তবে সুযোগ এলে প্রলুব্ধতায় অসৎ হউন (C) সর্বদাই শঠ এবং ধূর্ত'টা মাথায় ঘুরে...
(36) কার্পণ্যতার ক্ষেত্রে আপনার অবস্থান? (A) একদমই কৃপণ নয় বরং হাতখোলা (B) স্বাভাবিক মিতব্যয়ী (C) খুবই কৃপণ।
(37) আপনার কি কোনরূপ মাদকীয় আসক্তি আছে? (A) হ্যা (B) মাঝে-মধ্যে (C) মোটেই না!
(38) আপনার কেমন স্বাদ বিশেষভাবে পছন্দ? (A) মিষ্টি (B) টক (C) ঝাল।
(39) বিপরীত লিঙ্গের কাউকে দেখা মাত্রই আপনার ভেতর কেমন মানসিকতা ক্রিয়াশীল হয়? (A) যৌনতা (B) পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী ভাবনা (C) স্বাভাবিক চেতনা।
(40) যৌনাচারের প্রতি আপনার মানসিকতা কেমন? (A) এক্সট্রিম (B) সহজাত স্বাভাবিক (C) বিকৃত!
(41) মিথ্যা বলার পর আপনার অনুভূতি? (A) খুব খারাপ লাগে (B) খারাপ লাগে তবে সেটা স্বাভাবিক বা উচিত বলেই মনে হয় (C) নূন্যতম খারাপ লাগার অনুভূতি তৈরী হয়না!
(42) অনৈতিক ও অপরাধমূলক কাজে আপনার মানসিকতা কেমন? (A) আত্ম-অনুশোচনাতে ভুগেন (B) খারাপ লাগে তবে ততোটা অনুশোচনা হয়না (C) পৈচাশিক আনন্দ লাভ করেন!
(43) সবাই যেটাতে সম্মত সেই বিষয়ে আপনার অভিমত কেমন হয়? (A) সবাই যেহেতু সম্মত তাই আপনিও সম্মত হবেন (B) সম্মত হবেন তবে একটু যাচাই বাছাই করতে চাইবেন (C) একদমই না...সর্বদাই সন্ধিৎসু ও সন্দিগ্ধ মানসিকতায় জাস্টিফিকেশন করেন।
(44) আপনার ভেতর ভয়ের অনুভূতির মাত্রা কেমন? (A) মোটেই না বরং মোকাবিলা করার জন্য প্রস্তুত হউন (B) বাহ্যিকভাবে ভীত না হলেও মোটামুটি ভয় পান (C) খুবই ভীতু স্বভাবের।
(45) আপনার কি ট্রাজেডি পছন্দ নাকি কমেডি? (A) ট্রাজেডি (B) কমেডি (C) অল্পবিস্তর ট্রাজেডি ও কমেডি উভয়ই।
(46) মোটিভেশন আপনার ক্ষেত্রে কেমন ইফেক্ট করে? (A) দীর্ঘস্থায়ী এবং প্রখরভাবে (B) ক্ষণস্থায়ী (C) মোটেই না।
(47) স্বপ্ন সফলতায় এবং চ্যালেঞ্জ গ্রহণে আপনি কতোটুকু প্রত্যয়ী? (A) এক্সট্রিম - প্রয়োজনে যা করতে হয় তাই করবেন (B) চেষ্টা করবেন তবে একাধিকবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেন (C) ব্যর্থ হলেই আশাহত হয়ে হাল ছেড়ে দেন!
(48) আপনার প্রত্যাহিক জীবনে আপনি বুদ্ধির ব্যবহারে কতোটুকু পারদর্শী বলে মনে করেন? (A) প্রখর ও তীক্ষ্ণ (B) মোটামুটি (C) খুব বেশী নয়।
(49) আপনার ভাবনা-চিন্তা ও কল্পনার পরিধি কতোটুকু বলে বিবেচনা করেন? (A) সুদূরপ্রসারী ও বিস্তৃত (B) মোটামুটি (C) সীমিত।
(50) আপনার চিন্তা-চেতনা এবং এক্টিভিটি কতোটা দ্রুত অর্থাৎ Fast বলে মনে করেন? (A) খুব (B) মোটামুটি (C) শ্লথ
সংরক্ষণ
এখন আপনার মানসিকতা অনুযায়ী আপনার উত্তর সমূহ তথা Mind Data ক্রমান্বয়ী এমনভাবে Specify করুন; যেমন:- A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B C A B
এবার Text আকারে উক্ত Data সমূহ সংরক্ষণ করুন যা আদতে আপনারই জীবনের আপাত আপন মানসিকতার এক Copy যেন!
Mind Transplantation System
আসুন এখন রূপকভাবে Mind Transplantation প্রক্রিয়া শিখে নিই!
মানবদেহের অঙ্গ প্রতিস্থাপনের মতোই মানব মন (Human Mind) প্রতিস্থাপন তথা Transplantation যদিও অদ্যবধি Scientifically সুনিশ্চিত নয় তবুও হয়তো সম্মুখ ভবিষ্যতে সফলভাবে সম্ভবপর হবে - এমনটা খুবই আশা রাখা যায়; তাহলে হয়তো সার্বিক দিক থেকে মানব সমাজ তথা গোটা পৃথিবীই আমূল পরিবর্তিত হবে এবং পজেটিভলি ইউটিলাইজেশনের মাধ্যমে অভূতপূর্ব উৎকর্ষ সাধিত হবে।
আপাতভাবে আমরা Psychologically মানব মন (Human Mind) প্রতিস্থাপন (Transplantation) করার প্রয়াস নিতে পারি - আপেক্ষিকভাবে হলেও হয়তো বিষয়টি Amazing অভিজ্ঞতায় আপনার জীবনের স্বপ্ন সফলতায় Effective এবং সুন্দর ও কাঙ্খিত লাইফ স্টাইল লাভে Successful হতে পারবেন।
Mind Transplantation Method
এখন উপরোক্ত প্রাপ্ত/উপলব্ধ সকল তথ্য'সমূহ এমনভাবে প্রক্রিয়াকরণ করুন যেন সেইসব বিষয়গুলো ভিন্ন ব্যক্তি [যার ব্রেইনে আপনি স্বীয় চিন্তা চেতনার মাধ্যমে অমরত্ব লাভ করতে প্রয়াসী] এর ন্যাচারাল লাইফে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন [বিষয়টি এমন যেন আপনি বেঁচে থাকা অবস্থায় অন্যের Brain এ আপন Mind Data এর বিস্তরন ঘটিয়ে মৃত্যুর পূর্বেই এরূপ সাইকোলজিক্যালি অমরত্বের সুধা (স্যাটিসফেকশান) লাভ করতে পারেন; আবার আপনার মৃত্যুর পরও আপনার মৃত্যু পূর্ববর্তী Save করে রাখা Mind Data কিংবা আপনার ব্যক্তিজীবন এনালাইসিসের মাধ্যমে সর্বোচ্চ সম্ভাব্য সঠিকতম Mind Data হতে অন্য কেউ আপনাকে সাইকোলজিক্যালি জীবিত করা প্রয়াস নিতে পারে (আপনার আপনজন)। অথবা এভাবে যে কেউ ক্লোনিং এর মতোই সাইকোলজিক্যালি প্রতিস্থাপন প্রক্রিয়ায় আপনার প্রতিরূপ সৃষ্টি করতে পারে (এক্ষেত্রে প্রাইভেসি রক্ষার্থে Mind Data এর সেইফটি বজায় রাখা কর্তব্য) - এই বিষয়টি একদিক হতে যেমন অপ্রীতিকর হয়তো মনে হতে পারে তেমনি এভাবে প্রয়াত বিখ্যাত মানুষের আপাত সাইকোলজিক্যাল পুনর্জন্ম ঘটানো যেতে পারে]; এই প্রক্রিয়াকরণের বিষয়ে উক্ত ব্যক্তির লাইফের বিচার - বিশ্লেষণ - সংশ্লেষণ - বিয়োজন - সংশোধন - উন্নয়নের ক্ষেত্রে সময়, পরিবেশ ও পারিপ্বার্শিকতার স্বাপেক্ষে ঐসকল তথ্য'সমূহের সুষ্ঠু এবং নিয়ন্ত্রিত প্রয়োগ নিশ্চিত করতে হবে >>> ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়ায় প্রায়োগিক প্রেক্ষাপটে অবশ্যই ধৈর্য্যশীল হয়ে নিয়ত প্র্যাকটিস তথা অনুশীলন করতে হবে তবেই আপেক্ষিকভাবে সফলকাম হওয়ার প্রত্যাশা করা যায় [ব্যক্তি চরিত্র ও আচরণ কখনোই একদিনে আত্মস্থ এবং পরিস্ফুটন সুনিশ্চিত করা হয়তো সম্ভবপর নয় তথাপি অধ্যবসায়ের মাধ্যমে অবশ্যই অসম্ভবও অন্তত নয়]।
বিশেষ প্রাসঙ্গিক ফ্যাক্ট
আপনি যদি আপনার মাঝে অন্য'কে প্রতিস্থাপিত করতে চান তবে সর্বপ্রথম আপনার আইডল বা আইডিয়াল পার্সন [সেই Targeted ব্যক্তি যার অনুরূপ ব্যক্তিত্ব তথা মন-মানসিকতা Achieve করতে চাচ্ছেন] সুনিশ্চিত করুন >>> এখন ঐ আইডিয়াল ব্যক্তির সামগ্রিক ব্যক্তিত্ব যথাসম্ভব গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন [ব্যক্তিত্ব পর্যবেক্ষণ/নিরীক্ষণ এর ক্ষেত্রে আপনি উক্ত ব্যক্তির নিত্য (১) ব্যবহার (২) আচার-আচরণ (৩) কথা-বার্তা (৪) চিন্তা-চেতনা (৫) দর্শন-ভাবনা (৬) মতাদর্শ (৭) জ্ঞান-বুদ্ধি (৮) ক্রিয়া-প্রতিক্রিয়া (৯) আবেগ-অনুভূতি (১০) প্যাশন-প্রফোশন প্রভৃতি বাহ্যিক এবং অভ্যন্তরীন বিষয় সমূহের তথ্য (Data) সংগ্রহ করুন] - এক্ষেত্রে Mind Download প্রক্রিয়াটি ইফেক্টিভ ভূমিকা পালনে টেকনিক্যালি সহায়ক ভূমিকা পালন করতে পারে; অপরাপর Mind Download সেকশন হতে আপনি যদি আপনার আইডিয়াল পার্সনের Mind Data সম্পর্কে অবগত থাকেন তবে সেইসকল তথ্য সমূহ ইউটিলাইজেশনের মাধ্যমে কিঞ্চিৎ হলেও Effective Efficiency লাভ করতে পারেন। এছাড়াও প্রত্যক্ষভাবে সরাসরি চেনা-জানা অসম্ভব এমন আইডিয়াল পার্সনের ক্ষেত্রে বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে ইন্টারনেট - সোস্যাল মিডিয়া ইত্যাদি হতে Remotely Data Collection করা খুব একটা দুরূহ বিষয় অন্তত নয় - তথাপি সর্বদাই বাহ্যিক Show Off ব্যতিরেকে অভ্যন্তরীন Root Personality এর প্রতি মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হলো তদুপরি সর্বক্ষেত্রেই Negative Intention & Behavior সমূহ পরিত্যাগ করার পরামর্শ দেওয়া রইলো। বিশেষভাবে লক্ষণীয় Mind Transplantation প্রক্রিয়া আপনার আপন স্বকীয়তা হরণ করতে পারে যা আপনার স্বাভাবিক জীবনাচরণে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে - তাই উপরোক্ত বিষয়টি যতোটা সম্ভব সুনিয়ন্ত্রিতভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবেন [আপনার উৎকর্ষিত ও উন্নত লাইফ স্ট্যাইল প্রাপ্তিতে কেবলমাত্র যতোটুকু প্রয়োজন এবং সামঞ্জস্যপূর্ণ ততোটুকুই সংশ্লেষণ করুন] উপরন্তু এই Mind Transplantation প্রক্রিয়ায় "আদর্শিক জীবনাচরণ" ভিত্তি করে Mediation এর সংযুক্তিকরণের মাধ্যমে আপনি Self Rehabition দ্বারা আপনার আপন জীবনপ্রবাহের প্রভূত উন্নয়ন সাধন করতে পারেন; এছাড়া আরও উৎকর্ষিত PsychoTechnological Mind Transplantation প্রক্রিয়ার দ্বারা অপরাধী ও অপরাধপ্রবণ মানসিক ব্যক্তিদের শাস্তির পরিবর্তে সংশোধনের মাধ্যমে সুস্থ মানসিক অবস্থা (Mental State) প্রদান করে সুন্দর এবং সুরক্ষিত জীবনাচরণ সুনিশ্চিত করা সম্ভব।
এনিওয়্যে এখন Mind Download প্রোগ্রামের মাধ্যমে যে Mind Data তথা Brain Data পেয়েছেন [উল্লেখ্য প্রয়োজনে আপনি যতোটা সম্ভব ডিটেইলস উপাত্ত ও জীবনাচরণ'গত তথ্যের জন্য প্রশ্ন সংখ্যা ও ধরণ কাস্টমাইজ করতে পারেন] তা Mind Transplantation প্রোগ্রাম দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব প্রতিস্থাপন প্রক্রিয়ায় মৃত্যুর পরও উক্ত মানুষটির মাঝে মনস্তাত্ত্বিক প্যাটার্নে আপনি সাইকোলজিক্যালি বেঁচে থাকতে পারেন - যা সাইকোলজিক্যালি অমরত্ব লাভের নিদর্শন হতে পারে!
কনক্লুশন
আপাতভাবে বিষয়টি হয়তো Non-Effective মনে হতে পারে তথাপি কৃত্রিম বুদ্ধিমত্তা (A.I) আর ভার্চুয়াল বাস্তবতা (V.R) প্রযুক্তির মাধ্যমে "একজন সন্তান হারা মা ফিরে পেতে পারে তার ছোট্ট আদুরে বাবুটাকে..." যেন প্রযুক্তির ছোয়ায় বাস্তব ঐশ্বরিকতায় কল্পনার কাল্পনিকতাকে হার মানিয়ে মৃত্যু বিজয় - ঐখানেও Technology ঐ Mind Data প্রোগ্রামিং সিস্টেমে যেন বাইনারি Transplantation প্রক্রিয়ার স্বরূপ তাতে Psychology এর অপরূপ Satisfaction!!!
সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো