আমাদের ব্রেইন বৈচিত্র্যময় - এই বৈচিত্র্যতায় যে বিচিত্রতা তার মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা - সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারলে একদিকে যেমন সফলতা লাভ করা সম্ভব তেমনি অন্যদিকে স্যাটিসফেকশাও গেইন করা সম্ভব; এটাই জীবনের আপাত পরম স্বার্থকতা।
আফোসস যে এটি আমরা অধিকাংশ মানুষ করতে জানি না এমনটা নয় বরং সেটা করার জন্য যে স্ট্যামিনার খানিক দিতে হয় তাতে বেজায় কার্পন্য বোধ করি এবং নিতান্তপক্ষে অলস হই!
আমার মাথাতে জমানো বেশ কিছু ফ্যাক্ট যেগুলো নিয়ে কাজ করার কথা ভেবেছি তবে হয়তো তা সম্পন্ন করা হয়নি তা এখানে শেয়ার করছি - যদি কেউ চাই সেগুলো কমপ্লিট করতে পারেন; আইডিয়ার মূল্য অনেক (কেননা তাতে মিশে থাকে কতো ভাবনার সময় ও স্ট্যামিনা) তবে এটার অর্থ এই নয় যে ক্রেডিট ও ক্রেডিটেড হবো না বলে তা অন্ধকারের Black ডাইরিতে লুকিয়ে থাকবে....
এতোটুকু করার জন্য মহৎ মানুষ হওয়ার কোন কারন নেই এটলিস্ট মানুষ হলেই হয় [আপন মনের নিকট নিজের ক্ল্যারিফিকেশান] - অন্যদের চোখে আমি নিজেকে দেখতে মোটের ওপর আগ্রহী নই!
আইডিয়া:-
(১) একটি হাইব্রীড চ্যাট বোট তৈরী করা যাতে একজন ইউজার প্রশ্ন করলে উত্তর ChatGPT এবং Gemeni হতে উভয় হতেই উত্তর আসবে [কাজটি করা সহজ আপনি API ব্যবহার করে করতে পারেন]; উভয় উত্তর পরস্পর কোয়ালিটিগত দিক হতে কলাবোরেট করে [এটিও সাধারণ জাভাস্ক্রিপ্টে পসিবল] কমপারেটিভলি একটি বেস্ট উত্তর আসবে [এখানে ML এর সামান্য কিছু কাজ আছে বৈকি]
(২) মাইক্রো মুভি তৈরী - বিষয়টা এমন নয় টেলিফ্লিম জাতীয় কিছু বরং ৩০ সেকেন্ড রিলস বা শর্টস এর মতোই তার চেয়েও কম সময়ে এমন মুভি তৈরী করা যেন ঐ ১০/১৫ সেকেন্ডের মাঝেই এমন সিনারিও করা যাতে মাইক্রো টাইমের মতোই ইনফ্লেকশানে ভিউয়ার এক স্যাটিফেকশান গেইন করে [এইটুকু সময়ের মাঝে সাসপেন্স/রোমান্টিকতা/থ্রিল সবকিছুই থাকবে] তাতে সিনেমার নায়ক নায়িকার যে RAW এক্সিকিউশান থাকবে এমনটা নয় বরং উদাহরণ হিসেবে একটা মাইক্রো লেন্স দিয়েও একটা সাধারণ লাল পিপড়া দেখানো যায় (মাইক্রোস্কোপিক) সেখানে সে ফেরোমেনে মাখামাখি করেছে সিগন্যাল এমিট করছে - হুট করে তাকে চেপে থেতলে দেওয়া [খুব বিভৎস মনে হচ্ছে - অথচ এই কাজটা একটা পিপড়ার কামড়ে আমরা করেই থাকি; তখন কি তা অনাচার মনে হয় না? এই যে এটা দেখে ভিউয়ার তার ভাবনার জগতে প্রবেশ করতে বাধ্য হবে এটাই রিয়েল স্যাটিসফেকশান - কি হয়ে যায় এই ১০/১৫ সেকেন্ডে সেটার সবসময় সতর্ক একটা থ্রিল - এটা কি হতে পারে তার সাসপেন্স ইত্যাদি] - শুধু মাইক্রোলেন্স নয় বরং তা দূরবীন বা উত্তল অবতলে বিবর্ধিত লেন্সের মহাকাশের গ্রহ ও উপগ্রহের রাতের আকাশে ভিউ অবধি বিস্তরন - আপনাকে তো শুধু রিয়েল লাইফ রিলেটেড বিষয়টাকে রিয়েল্যাস্টিক সাসপেন্স আর থ্রিল কি রোমান্স ইত্যাদি মাখিয়ে সত্যিকারের একটা মাইক্রো সাইজ মুভি তৈরী করতে হবে; ফিউচারে এটির চাহিদা ও সিগনিফিকেন্স কতোটা হবে সেটা একটু ভাবতে পারেন।
বিঃদ্রঃ লেখার এই মুহূর্তে এসে সবকিছু এভাবে ব্যাখ্যা করে করে লিখতে ইচ্ছে এবং সময় কোনটাই দিতে পারছি না তাই সংক্ষেপে উল্লেখ করি....
(৩) আপনি আপনার আইডিয়া বা বুদ্ধি সেল করে অর্থ উপার্জন করতে পারেন!
(৪) ইসলামে জি'হাদ বিষয়টাকে এমন সহিংস না করে সেটাকে একটি ওয়েব এপ্লিকেশন "জি'হাদে আকবর" বা নফসের বিরুদ্ধে একটি ভালো মানুষ হওয়ার সিস্টেম্যাটিক ইউটিলাইজেশান (টাস্ক) তৈরী করতে পারেন।
(৫) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে সাইকোলজি মিলিয়ে স্বার্থক ভালোবাসার সমাধান করা যায় - যেন তাতে সে'"ক্সুয়াল মিলন ছাড়াই একে অপরকে গভীরভাবে প্রাপ্তির চূড়ান্ত অনুভূতির লব্ধি ঘটে (এটা কঠিন বা অসম্ভব নয়)।
(৬) ডিজিটালি AI এর মাধ্যমে বাচ্চা এডোপ্ট করা - এটাকে Talking Angela গেইমের মতো মনে হতে পারে তবে সাইকোলজিক্যাল সিগনিফিকেন্সের ছোয়ায় এটাকে স্বার্থক করা চলে যাতে ফিডব্যাক (সন্তান বড় হওয়ার পর প্রাপ্তি) হবে তার মনন ও মানসিকতায় কনশিয়াস ও সাবকনশিয়াস এর সংমিশ্রণে Response - এটা যেমন নিঃসন্তান দম্পতিদের জন্য দারূন হতে পারে তেমনি যারা সন্তান গ্রহনের বিষয়ে অনীহা এবং অন্য সকলের জন্যই ইফেক্টিভ হতে পারে।
(৭) ভালো মানুষ ও খারাপ মানুষ যাচাই করার সফটওয়্যার (একচুয়ালি এখানে সাবজেক্টিভ কমপেয়ারেশান হবে মাত্র বিভিন্ন পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনায় রিএ্যাকশন মাত্র এবং টাস্ক) তাতে কে কেমন মানুষ সেটার আত্ম উপলব্ধি করা পসিবল হবে।
(৮) ধ'র্ষণ প্রতিরোধ ও প্রতিকারে সাইকোলজি ও টেকনোলজি মিলিয়ে এপ তৈরী [ইতিপূর্বে এটা নিয়ে বোধহয় টাইমলাইনে লিখেছি]
(৯) যেকোন ধর্ম বিশ্বাসে তার প্রভু এর সান্নিধ্যে লাভের সাইকোলজিক্যাল কন্ডিশনস ইউটিলাইজেশানে টেকনোলজি দ্বারা এপ্লিকেশন তৈরী [এটা Discovery Mind এর Murakaba তে ফোকাস করেছি তবে আরও উন্নত এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসে এটার উক্ত রিলিজিওনাল ইউটিলাইজ করা]
(১০) বাইনারাল বিটস এর মাধ্যমে প্রবলেম সলভিং ব্রেইন ফাংশান ডেভেলপমেন্ট এবং বিভিন্ন সমস্যার আত্ম সমাধান [Discovery Mind এ উল্লেখ করা আছে তবে আরও উৎকর্ষতা প্রয়োজন]।
(১১) সুরের মাধ্যমে ব্রেইন এ'ক্সেস [ফ্রিকোয়েন্সি এবং সাইকোলজিক্যালি সাবকনশিয়াস ও আনকনশিয়াস এর ইউটিলাইজেশান]
(১২) Brain Frequency এক্সটার্নালি সাইকোলজিক্যাল উপায়ে ইন্দ্রিয় কর্তৃক পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির যেকোন সাবজেক্ট ব্রেইনে গেঁথে দেওয়া বা রিমুভ করা।
(১৩) সমস্যা সমাধানে P=(ES-AS)xC এর রিভার্স ইউটিলাইজেশান [P=Problem, E= Expectation, S=Situation এবং C=Concern]
(১৪) Mind Computer - Mind Machine তৈরী [সাইকোলজি + টেকনোলজি এর ব্যবহারের দ্বারা]
(১৫) মৃ'ত্যু বাজনা [ফ্রিকোয়েন্সি এবং ভলিউম তথা DB ব্যবহার]
(১৬) সুগন্ধির বিজন্যেস - আতর ইত্যাদি [যার সাথে বিশ্বাসগত বিষয়ে সাইকোলজির নির্যাসে হিপনোটিজম]; এনিওয়্যে আমি কিন্তু বিজন্যেস করবো বলে এটা ভাবনা নয় বরং এটা করা যায় বলেই নোট রাখা।
(১৭) AI + AR + VR এর সহিত সাইকোলজি এর মিশ্রনে যিনি পরম প্রিয়জন পরলোকগত তাকে ফিরে পাওয়া তথা উপলব্ধিগত সান্নিধ্য লাভ [স্টিল এটা খুবই পসিবল]।
(১৮) নির্ধারিত সময়ের সালাত আদায় করার এলার্ম - যদিনা সালত আদায় করা হয় তাহলে কাযা পড়ার জন্য বারংবার রিএলার্ম এবং মোবাইলে নামাযের সিগনিফিকেন্স নোটিফিকেশন।
(১৯) Effective Friendship System যা AI এর মাধ্যমে হবে - Paid Friend
(২০) Problem Solving AI চ্যাটবোট
(২১) নরমালি যেকোন অসুখে ঔষধ সাজেস্ট করবে (অবশ্যই মেডিকেল রুলস ফলোআপ করে) এমন AI চ্যাটবোট; অনর্থ ক্ষেত্রে ডাক্টারের আপাত অল্টানেটিভ!
(২২) চা বিক্রি (অবশ্যই যারা মনে করেন "কোন কাজই ছোট নয় তাদের জন্য; তবে শুধু মনে করা নয় বরং এটা মেনে নেওয়া মানুষের সংখ্যা ঐ মনে করা মানুষের কতো শতাংশ হবে কে জানে?) যেখানে চায়ের মূল্য নির্ধারিত থাকবে না " স্বাধীন চা" এমন যার যেমন টেস্টে যেমন ইচ্ছা মূল্য পরিশোধ করবে (মুখের স্বাদে মুগ্ধ করতে চা বানানোর ট্রিক যে কতো রকমের আছে তা বলাই বাহুল্য) এবং যারা চা পান করবে তাদের প্রত্যেকে একটি ছোট লিফলেট দেওয়া যাবে যাতে আপনার সাইকোলজিক্যাল সাজেশন লেখা থাকবে (জরি পেন ব্যবহার করতে পারেন) - সাজেশন অবশ্যই উপদেশ নয় বরং সাইকোলজিক্যাল কনসার্ন হবে এমন কিছু যেমন "অর্থ অপচয় করো না" এটার পরিবর্তে "একটি টাকা বিনামূল্যে পাওয়া যায় না - তাই ১ টি টাকার মূল্য বুঝলে একদিন বরং আজ হতেই জীবনের মূল্য উপলব্ধি করতে পারবেন, তাইনা?"
এটা ছেলেদের কাজ বা বিজন্যেস ভাবটাও ভুল বৈকি!
(২৩) Non Reversing Mirror Application - এমন একটি ওয়েব এপ্লিকেশন যা আপনার চেহরা অন্যের চোখে আপনি কেমন সেটা ফুটিয়ে তুলবে [কাজটা ব্যাক ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরার তফাতে - আয়নাতে প্বার্শ পরিবর্তন ঘটনার বিষয়টাকে বেইজ করে ঠিক অন্যের চোখে আপনি যেমনটা দৃশ্যত হউন]।
(২৪) ফিমেল হ্যা'রেজ বা পটেনশিয়াল রে'পিস্ট (চোখ বা ছোয়াতেও যাদের জঘণ্য মানসিকতা ফুটে উঠে) একটি অনলাইন ডাটাবেইজ (সঠিক মেইনটেইন পূর্বক) তৈরী যাতে সম্পর্ক স্থাপনের আগে তার মানসিকতা ভেরিফাই করা যায়।
(২৫) রিয়েল টাইম ফটো ফেইস ইমোশন ডিটেকশন; কার্যত এটা কঠিন হতে পারে তবে আরও ভালো মতো হিউম্যান ফেইস কালচার পর্যবেক্ষনে সাইকোলজির প্রয়োগে এটা ইফেক্টিভ হতে পারে।
(২৬) এমন এপ তৈরী যাতে আপনার মোবাইলে অন্যসব এপ্লিকেশনের অযাচিত ডাটা পারমিশন ফোর্স স্টপ করবে; এনড্রোয়েড অবশ্যই প্রাইভেসির জন্য খুব ভালো ডিভাইস নয় তবে আপাতভাবে এটা কিছুটা হলেও কাজে দিবে।
(২৭) এডিকশন কাটাবে এমন এপ্লিকেশন তৈরী; ডিজিটাল ডেটক্স এর মতো নয় বরং আরও ইফেক্টিভ সাইকোলজিক্যাল ইফিসিয়েন্সির ইমপ্লিমেশান।
(২৮) অন্ধদের জন্য এনড্রোয়েডের ভয়েজ কামান্ড ইমপ্লিমেশান - এটি নিয়ে TalkBack আছে বৈকি তবে Jarvis এর মতোই ইফেক্টিভ উপায়ে কমান্ড এক্সিকিউশান কিংবা অন্ধরা যেভাবে AI এর সুফল ভোগ করতে পারে।
(২৯) সাইকোলজিক্যাল ভাগ্য গণনা - বিষয়টা মোটেই আকাশের গ্রহ উপগ্রহের বিচরনে নয় বরং ব্যক্তির সাইকোলজিক্যাল স্টেটমেন্ট বিচার বর্তমান অবস্থা ও অবস্থান এবং প্রেক্ষাপট বিবেচনায় পসিবিলি অনুযায়ী প্রেডিকশন; এটা ব্যক্তির লাইফ ডেভোলপেও ইফেক্টিভ হতে পারে।
(৩০) ফেসবুক আসক্তি কমাতে কাস্টমাইজড ফেসবুক এপ (মোডিফাইড) যা একটি নির্দিষ্ট সময় অম্তর অন্তর আপনি কতোটুকু ফেসবুক ব্যবহার করা উচিত সে বিষয়ে লক সিস্টেম থাকবে (ইমার্জেন্সি ফাংশান সহ যাতে জরুরী ব্যবহার নিশ্চিত হয়)।
(৩১) AI এর মাধ্যমে মনের মানুষ তৈরী - নিশ্চিতভাবে এটি আপনার জীবনসঙ্গীর অল্টারনেট নয় তবে আপনি ঠিক যেমন মনের মানুষ চান তেমনটা AI এর মাধ্যমে ML দ্বারা Talking Animation (এনিমেশন যেন রিয়েল্যাস্টিক হয় - ইমোশন যেন ইফেক্টিভ থাকে) Voice Responsed Bot তৈরী।
(৩২) বই পড়া - আপনি কারোর হয়ে বই পড়ে দিবেন/ সে শুনতে পারে আবার ঐ পড়ার সিগনিফিকেন্স তাকে আপন দক্ষতায় রিয়েলাইজ করিয়ে দিবেন; বিষয়টাকে পেইড প্রফোশন হিসেবেও দেখতে পারেন।
(৩৩) Blogger দিয়ে Blogging সোস্যাল নেটওয়ার্ক তৈরী; ঠিক ফোরাম ব্লগ নয় বরং ব্লগিং বিষয়টার সহিত সোস্যাল কমিউনিকেশনের যোগ করিয়ে নতুন ধাপ অতিক্রম; Google Adsense ছাড়াও একটা Blog সাইট হতে স্বাধীনভাবেও ইউটিউব মনিটাইজেশনের জেনারেল আর্নিং অপেক্ষা অধিকতর আর্নিং করা অসম্ভব নয় (সেল্ফ আর্নিং বোঝাতে - কোন থার্ডপার্টি বা এফিলিয়েট নয়; আফসোস যারা ব্লগিং নিয়ে শুরুতে আশা করে এই জগতে আসেন তাদের সিংহভাগই ডিপ্রেশন নিয়ে অনেকটা এই কারনেই ফিরে যেতে হয়)।
(৩৪) লোক দেখানো টাকা দিয়ে সোস্যাল জনসেবার পরিবর্তে টাকা ছাড়াই অন্যের লাইফে সমস্যা সমাধানে সহায়তা করা - এ বিষয়ে ভ্লগিং করা।
(৩৫) ভেজ দিয়ে ফ্লেবারের (ক্ষতিকর নয় এমন) সাহায্যে মাং|সের স্বাদ পাওয়া যাবে এমন খাবার তৈরী।
(৩৬) মাটি দিয়ে প্রাকৃতিক উপায়ে ফ্রিজ তৈরী এবং বিজন্যেস।
(৩৭) মাটির বিস্কিট (সুস্বাদু এবং ক্ষতিকর হবে না এমন) তৈরী।
(৩৮) ডিসিশন মেকিং এপ্লিকেশন - যে কোন বিষয়ে আপনি ডিসিশন নিতে Logic এর ব্যবহারে যে এপ্লিকেশন বা সিস্টেম আপনাকে সহায়তা করবে।
(৩৯) কিচেন বা রান্না বান্না নিয়ে ইউটিউবিং তবে এখানে যা বিশেষ হবে তা হলো আপনার তৈরী করা ঐ খাবার বা রেসিপি পথশিশুদের খাওয়ানো হবে এবং তাদের হতেই রিভিউ শোনা - একইসাথে এরিয়া ওয়াইজ হোমমেইড খাবার বিক্রি (উচিত মূল্য) যেটা মেস বাড়ীর জন্য অল্প অল্প প্যাজেক খাবার ভালো হতে পারে - সাধ্যের মাঝে শখের তৃপ্তি পূরণ।
(৪০) Ali Express হতে বাংলাদেশে পণ্য ইমপোর্ট করে কম মূল্যে সেটাই সবার হাতে পৌছে দেবার মতো ই-কমার্স বা সোস্যাল ই-কমার্স সিস্টেম (ইনভেস্ট ছাড়াই বুদ্ধি দিয়ে এটা দাড়া করানো সম্ভব)
(৪১) বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভোলপ (যদিও এটি বিদ্যমান তবুও মাতৃভাষায় এটার ডেভোলপমেন্ট আরও করা পসিবল)।
(৪২) মিড নাইট ফুড ডেলিভারি - মধ্য রাতে রাতজাগা মানুষের ক্ষুধা নিবারণে এটা কাজে দিতে পারে।
(৪৩) এমন ডুয়েল বিজন্যেস সিস্টেম - যেখানে একদল ইনভেস্ট করবে এবং অন্যদল (জন বা ব্যক্তিও বিবেচনা করা যায়) সেটাতে মেধা ও পরিশ্রম দিয়ে দাড় করাবে - লভ্যাংশ এরপর রেশিও মতো নিগোসিয়েশনে ভাগাভাগি করে নেওয়া; এভাবে পুজি ছাড়াও অনেক বিজন্যেসে বিজন্যসম্যান (বিজন্যসে ওমেনও হতে পারে) এবং টাকা খাটিয়ে সংকোচ ছাড়াই মোটামুটি বিজন্যেস দাড় করানোর মতো ক্যাপাবিলিটি গেইন পসিবল - এটা নিয়ে একটা লিগ্যাল প্লাটফর্মও তৈরী করতে পারেন।
(৪৪) ডিজিটাল টাইম ম্যানেজমেন্ট রুটিন সিস্টেম - যা আপনাকে কোন সময়ে কোন কাজ করতে হবে সেটার নোটিফিকেশন দিবে।
(৪৫) দোয়া কবুল হওয়ার এপ্লিকেশন (এটি কেবলমাত্র ইসলাম ধর্ম বা যার যার ধর্ম বিশ্বাসে সাইকোলজিক্যাল কন্ডিশনস নির্ভর টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশান)
(৪৬) মুভি তৈরী (টাকা ছাড়াই পসিবল) এবং তা হতে ভিউয়ার আপনাকে পে করবে এমনই ইন্টারেস্টিং হওয়া (ইউটিউব ভালো একটি প্লাটফর্ম বটে); এমনি একটি মুভির উদাহরণ হতে পারে Tony [তবে ইনভেস্ট ছাড়াই যে পসিবল এটাও মাথার জোরে - টাকার জোরে নয়]।
সকলে ভালো থাকুন সেই শুভকামনা রইলো....