কিছু সাধারণ প্রজেক্ট যা হয়তো আপনার অসাধারণ ভাবনার শুরু হতে পারে!
আশার আলো
এখানে আপনি আপনার মনের কষ্টের কথার বিপরীতে একটি আশা উদ্দীপক মোটিভেশনাল বাক্য রেসপন্স পাবেন; বিষয়টা খুবই সাধারণ একটি Bot তবে একটু গভীরভাবে ভাবলে দেখবেন যে "আমরা বিভিন্ন সমস্যাতে কবিরাজ কিংবা প্রিয়জনের অথবা সাইকিয়াট্রিস্ট এর CBT থেরাপিতে আপন মনের কষ্টের কথার বিপরীতে ঠিক একই রকমের আশা সঞ্চারকারী বাক্য শুনে থাকি" - তফাত শুধু এতোটুকুই যে ঐ বাক্য বা সাজেশনগুলো আপনার মনের ভাব বা কষ্টের তথা কনটেক্সটের সাথে রিলেটেড থাকে।
আর এখানেই ঐ কনটেক্সট কনফিগারের রিলেটিভিটিতে কেউ হয়তো আপন স্বার্থের তরে সুযোগ গ্রহনে আপন মস্তিষ্কের মিসইউজ করতে পারে!
এখন AsarAlo না হয় Bot - তবে আপনি তো আর Bot নন তাইনা?
সুতরাং ইউনিভার্স এমন মোটিভেশনাল সাজেশনের সহিত আপনার কনটেক্সটের রিলেশনশিপ ঘটান - তাতে সফলতা না পেলেও এটলিস্ট সফলতা লাভের এই যে ইনআরশিয়া লাভের সাধারণ মেথড সেটার রিয়েলাইজেশান অন্তত করতে সক্ষম হবেন; সাকসেসফুল হওয়ার জন্য সেইফটি একটি অন্যতম শর্ত বৈকি!
আশার আলো (AsarAlo) Project Link :- humayunshariarhimu.github.io/AsarAlo/
ভালোবাসার সাইকোলজিক্যাল ক্যালকুলেটর
ভালোবাসা মনের এক অনুভূতি যার পরিমাপ সংখ্যাগতভাবে প্রকাশ করা প্রায় অসম্ভব তথাপি তুলনামূলকভাবে কমপেয়ারেশান প্রক্রিয়ার মাধ্যমে আপনি আচরণগত দৃষ্টিকোণ হতে ভালোবাসার পরিমাণ বা পরিমাপের এই বিষয়টি হয়তো রিয়েলাইজ করতে পারেন।
PsychologicalLoveCalculator Project Link:- https://humayunshariarhimu.github.io/PsychologicalLoveCalculator/
YouTubeSmartBot
স্পেসিফিক কিওয়ার্ড বেইজ করে বিভিন্ন মোডে ভিডিও সাজেশন পেতে YouTubeSmartBot হয়তো সহায়ক হতে পারে।
YouTubeSmartBot Project Link:- humayunshariarhimu.github.io/YouTubeSmartBot/
BitBot - Live Bitcoin Investment Recommendation Bot
নাহ, এটা আপনার ক্রিপ্টো সেশানে ইনভেস্ট করার আদর্শ কোন বট নয় তবে এমনভাবে যদি আপনি ট্রেডিং সেকশনে আসতে চান তবে এরূপ একটি Bot তৈরী করে নিতে পারেন (আরও তথ্য ও উপাত্ত সহযোগে মার্কেট এনালাইসিস করে - API ইনট্রিগেট করে) তবে হয়তো সেটা আপনাকে সহায়তা করতে পারে [এখানে একটি লং টার্ম 50-period SMA হতে 200-period SMA রেইঞ্জে প্রাইস হাই/লো/স্ট্যাবল ইত্যাদি ইন্ডিকেশনে রিকমেন্ডেশন করানো হয়েছে]
BitBot Project Link:- https://humayunshariarhimu.github.io/BitBot/
BusinessBoss
আপনার ব্যাবসায়িক মানসিকতায় নানান আইডিয়া, সলিউশন, সাজেশন ইত্যাদি ইনফরমেশন পেতে BusinessBoss Project Link :- https://humayunshariarhimu.github.io/BusinessBoss/ হয়তো ইফেক্টিভ হতে পারে।
উল্লেখ্য যে বাংলা কিওয়ার্ড ধরে সার্চ করলে হয়তো তেমন ইফেক্টিভ কিছু পাবেন না তবে ইংলিশ কিওয়ার্ড ধরে সার্চ করলে বেশ ভালো তথ্য গেইন করতে সক্ষম হবেন বৈকি।
এন্টি সাউন্ড
নতুন বছরের আগমনী বার্তাতে বিকট আতশবাজি কিংবা প্রতিনিয়ত সীমা অতিক্রম করা একটানা ক্রমাগত আজান কিংবা ওয়াজ মাহফিলের কর্কশ মাইকিং [এনিওয়্যে এসব বলতে মোটেই সংকোচ হচ্ছে এমনটা নয় - আবার শুধু আজান বা মাহফিল নয় বরং অন্যান্য ধর্মীয় উৎসবেও লাগাতার শব্দসীমা অতিক্রম করে বাজনা ইত্যাদি] এসবের বিপরীতে ছোট ছোট বাচ্চা শিশুদের জন্য কিছু করার কথা ভাবছিলাম; শুরুর ভাবনা ছিলো পাখিদের তবে সেটার জন্য তো করনীয় কিছু মাথাতে আসেনি তথাপি পরিবারের বাচ্চা ও বয়োবৃদ্ধদের তরে এ্যাম্বিয়েন্ট সাউন্ড টেকনোলজি ব্যবহার করতেও নানান প্রতিবন্ধকতায় সেটি খুব একটা সফল হতে পারিনি কেননা এখানে এডিও লাইব্রেরির সাথে সাথে হার্ডওয়্যারগত বিষয় আছে যা কমপ্লেক্স - একক এনড্রোয়েড সিস্টেমে বিল্ডইন না থাকায় এক্সটার্নাল এক্সেসরিস দরকার।
তথাপি কেবলমাত্র মাইক্রোফোন পারমিশনে ইয়ারফোন ইউটিলাইজেশানে উচ্চশব্দের পরিপূরক করে একটি ফ্রিকোয়েন্সি জেনারেশান প্রয়াস:-
NoNoise Project Link:- humayunshariarhimu.github.io/NoNoise/
তথাপি হোয়াইট বা পিংক নয়েজ এর তুলনায় আমার নিকট মনে হয়েছে Clam/Relaxing মিউজিক হয়তো অডিটরিয়াল কনসেনট্রেশানে সাইকোলজিক্যালি ইফেক্টিভ হতে পারে।
PeaceMusic Project Link:- https://humayunshariarhimu.github.io/PeaceMusic/
NeedleNoise
এমন এক ফ্রিকোয়েন্সির সাউন্ড যা কিনা খুব সূক্ষভাবে উৎসের অনুসন্ধান এড়িয়ে আপনার কানে সূচের মতো বিঁধবে; অনেকটা সাইকোলজিক্যালি অডিটরিয়াল ম্যাল'ফাংশান এর মতোই!
ঘুম জড়ানো মাঝরাতে হঠাৎ করেই এমন শব্দ আপনার মাথাতে এক অদ্ভূত অনুভূতি তৈরী করত পারে বৈকি!ঐ যে মাঝরাতে বাশির সুরে প্রেমে পাগল হওয়া - এখানেও একই ঘটনার ঘটন ঘটবে বৈকি তবে প্রেমে পাগল হওয়া নয় বরং এমনিতেই পাগল পাগল সাইকেডেলিক অনুভূতি আরকি!
NeedleNoise Project Link:- humayunshariarhimu.github.io/NeedleNoise/
উল্লেখ্য সাউন্ড ভলিউম কন্ট্রোল এবং অনৈতিক উদ্দেশ্য পরিহার করে এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স স্বাপেক্ষ ইউটিলাইজ কাম্য
MonKeyGame
হয়তো যাদের কখনো Money গ্যা'ম্বলিং খেলার অভিজ্ঞতা আছে তারা বুঝবেন কোন একটি নির্দিষ্ট খেলায় (সিস্টেম ম্যানি'পুলেটড) সেখানে এমন লগারিদম থাকে যেখানে আপনার উৎসাহকে উগড়ে দিতে প্রথমবার জয়ী করা হয় এবং পরবর্তী সময়ে আপনাকে ইচ্ছে করেই হারানো হয় - যতোক্ষণ না অবধি আপনি নিঃস্ব হচ্ছেন!
এই বিষয়টাকে হাইলাইট করে MonKeyGame তৈরী যেখানে প্রথমবার আপনি জিতলেও পরবর্তীতে আপনি হারতেই থাকবে।
হ্যা, বিষয়টাকে এখানে ১ম সার্কেলে সম্পন্ন হচ্ছে তবে ইদানীংকালের সকল গেইমে আরও কমপ্লেক্স সাইকোলজির টেকনোলজিক্যাল ইউটিলাইজেশান হয়ে থাকলেও মূল ঘটনা এটিই ঘটে - আর এটিই সিমুলেশনে বোঝানো হয়েছে।
এখানে ফ্রন্টএন্ডে সহজ সরল জাভাস্ক্রিপ্ট হতে বিষয়টা বুঝতে পারবেন বৈকি - তবে যার ব্যাকএন্ডে সহজতর Json তে API কলিং এর মাধ্যমে কুটিল সাইকোলজি ব্যবহৃত হচ্ছে তাতে একটু মস্তিষ্ক খাটানোর অনুরোধ।
হ্যা, বাইপাস/হ্যা'কিং বিষয়টা পরের কথা - আগে মাথা তো ঠিক রাখুন; নয়তো সকল আসক্তিই আপনাকে অসাড় করে দিয়ে কোয়াইট এনাফ!
MonKeyGame Project Link:- humayunshariarhimu.github.io/MonKeyGame/
Psychological Heaven
Heaven বা স্বর্গ বিষয়টি আমাদের মাথাতে এমনভাবে প্রাগৈতিহাসিক পরম্পরায় গেঁথে আছে যার রুট পুরুষ্কার প্রাপ্তি তথা এচিভমেন্টের তরে মস্তিষ্কে ডোপামিন ক্ষরিত হয়; এই যে ডোপামিন এর ক্ষরণ বা নিঃসরণ যেটাই বলা হউক সেটার একটা সাইকেডেলিক কমপেয়ারেশান হলে সংজ্ঞা ব্যতীত উদাহরণ হিসেবে বেশ ভালো উপলব্ধি করা যায় বৈকি!
ছোটকালে স্কুলে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন কিংবা রেজাল্ট প্রাপ্তি অথবা শুক্রবার স্কুল বন্ধ থাকবে এই খুশীতে বৃহস্পতিবারের স্কুলের শেষ পিরিয়ডে ছুটির ঘন্টা - এমন পূর্ববর্তী মূহুর্তের আনন্দটুকুৃন'ই আসলে মস্তিষ্ক ডোপামিন রিসেপ্টরকে উদ্বেলিত করে।
এখানে সাবজেক্ট একান্তই উহ্য পরিমান ইফেক্টিভিটি রাখে - যেমন রেজাল্ট একবার ঘোষনার পর আর তেমন অনুভূতি হয়না, শুক্রবারের রাতে মন খারাপ হয় যে কাল থেকে আবার স্কুলে যাওয়া ইত্যাদি....
আরেকটি ক্ষেত্র বিশেষ উদাহরণ হলো যারা বিভিন্ন মস্তিষ্ক উদ্দীপক দ্রব্য যেমন ড্রা/গ গ্রহন করেন তারা ড্রা/গ নেবার আগ মুহূর্তের সময়ে ঐ যে ড্রা/গ নিলে যে ফিলিংস হবে সেটার এক প্রি-স্টিমুলেটিভ সিমুলেশনে ফিলিংস পান সেটা মস্তিষ্ককে দারুনভাবে প্রভাবিত করে বৈকি!
যাই হউক আশা বা প্রত্যাশা কিংবা স্বপ্ন নিয়েই আমাদের জীবনের স্বার্থকতা তাই Heaven বিষয়টাকে আমরা সাইকোলজিক্যালি ব্যক্তি বিশেষ স্টিমুলেট করার জন্য এমন সিস্টেমের অবকাশ করতেই পারে - তাতে যদি ল্যাংড়া মশার কামড়ে ম্যলেরিয়া বাঁধে তো বাঁধুক; এটলিস্ট মস্তিষ্কের একটা বদ্ধ গিটের বন্ধনী তো খুলুক!
Heaven - A Psychological Stimulative Simulation [Too much Simple Prototype] Project Link:- https://humayunshariarhimu.github.io/Heaven/
কমপ্লিমেন্ট:- যদিও এটা কিছুই হয়নি এবং সেটা করতেও চাইনি তবে Root Function উন্মুক্ত করতে করার প্রয়াস মাত্র; (১) মস্তিষ্কের নানান ভাবনার স্তরে যে ফ্রিকোয়েন্সিগত ভ্যালু [আলফা,বিটা,ডেল্টা,গামা,থেটা] সেটার কম্বাইন্ড কম্পাইলেশনের মাধ্যমে স্বর্গীয় ফিল পাওয়ার উপায়ান্তর করা চলে - সস্তা ও সহজতর ন্যাচারাল একটি উপায় হলো ধ্যান বা মেডিটেশান (২) EEG গ্রাফ এনলাইসিসে সাইলোজেনিক কিছু নিয়ামক ঔষধ দ্বারা REM সেগমেন্টে এমনটা উপলব্ধির স্ট্যাটিকস গ্রাফ চিত্র উক্ত ব্যক্তির জীবনগত নানান সমস্যা সমাধানে ইউটিলাইজেশান করার প্রয়াস (৩) এক্সটার্নাল সোর্স হতে মস্তিষ্কে সিগন্যাল প্রদান [ভৌতিক কোন বিষয় নয় - এটি হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে মস্তিকের প্যারানরনাল ফিলিংস এর ফাংশানাল ইউনিটের ড্রাইভ ব্যবহার ইত্যাদি] এর মাধ্যমে সাইকোলজিক্যালি সুখ অনুভবের মাধ্যম।
এনিওয়্যে মৃত্যুর পরে কে কোথায় যায় তাতে মাথা ব্যাথা না করে আপাতত অন্তত এই পৃথিবীতে জীবন্ত অবস্থায় একটু স্বর্গীয় সুখ উপলব্ধির মানসিক প্রয়াস নিন (নিজের জন্য এবং অন্যের জন্যও) আর সেটা করতে না পারলে অন্তত অন্যের জীবনটাকে নরক না করলেও উহা মহান কাজ হবে বৈকি!
এনিওয়্যে আমি মহৎ বা মহান নই - তাই কনক্লুশন শেষে নয় একদম উপরেই - আপনার মাথায়!
Psychotropic - A Psychological Medicine Directory
সাইকোজেনিক ঔষধ সমূহের মেডিকেল ব্যবহারিক উপাত্ত অনুসন্ধান এবং শিক্ষায় কাজে আসতে পারে
Psychotropic Project Link:- https://humayunshariarhimu.github.io/Psychotropic
LiveLocationTracker
সাইকোলজিক্যাল রিভার্স থিংকিং বিষয়টি ইমপ্লিমেন্ট করে ট্রাকিং বিষয়টা নিয়ে একটি প্রজেক্ট ছিলো [TracKinG :- This is a Psychological Program for Mind HacKinG Throughout TracKinG Process. GitHub Repository Link:- https://github.com/HumayunShariarHimu/tracking
[Read:- Follow the ReadMe File to Know Details as well ] সেটাকে আরেকটু স্পেসিফাইড করে ম্যাপে লাইভ লোকেশন ট্রা/কিং বিষয়টির ইমপ্লিমেশান; এনিওয়্য এটা মূল ভাইব শেয়ার করা পোস্টে লিখেছি তাই আলাদা করে আর লেখার ইচ্ছা ও প্রয়োজন মনে করছি না।
Project Link:- https://humayunshariarhimu.github.io/LiveLocationTracker/
এনিওয়্যে লোকেশন দিয়ে কি করবেন? যেই লোকেশনেই থাকুন না - অন্যের ব্রেইনে একটা ভাইরাসের মতো প্রবেশ করতে পারলে সেটাই আদতে ইফেক্টিভ বৈকি!
TrueCam
আমরা যেভাবে নিজেকে আয়ানাতে দেখি সেটা আমাদের প্রতিবিম্ব মাত্র - যাতে পার্শ্ব পরিবর্তন ঘটে; সেলফি ক্যামেরাতেও যে আমাদের দেখি তাতে একজাক্টলি "অন্যদের চোখে আমাদের চেহারা কেমন দেখায়" সেটা দেখতে পাই না।
এক্ষেত্রে TrueCam Project Link:- https://humayunshariarhimu.github.io/TrueCam ওয়েব এপ্লিকেশনটি ইফেক্টিভ হতে পারে।
আচ্ছা এই কাজটা কিন্তু Back Camera দিয়েই সহজে করা যায় তাহলে এটার কি প্রয়োজন?
ঐ যে ফটো তোলার আপনি আলাদা করে পোজ দেন / হাসিখুশি মুখ / স্টাইল ইত্যাদি ব্যাতীত রিয়েল লাইফে ঠিক কখন কোন ভঙ্গিতে বাস্তবে আপনার চেহারাটা অন্যের নিকট দৃষ্ট হয় সেটিই আপনার চোখে দেখাতে চেয়েছি মাত্র - এরপর থেকে চেহারা নিয়ে গর্ব কিংবা ডিপ্রেশনের চেয়ে কোন পরিস্থিতিতে ক্যামন আপনার লুকআপ হয় সেটি নিয়ে অধিক কনসার্ন হয়েন; এটা কাজে দিবে।
ওপেন সোর্স প্রজেক্ট রইলো গিটে তাই সিকিউরিটি নিয়ে সংকোচের হেতু নেই।
Google Dork Engine
বিষয়টি শুধুই HacKinG পারপাসে নয় বরং Google Dork Engine হয়তো সামান্যতম সহজভাবে হলেও তথ্য অনুসন্ধানে Vulnerability এর Keyword বেইজ অনুসন্ধানে সহায়ক হতে পারে।
Project Link:- https://humayunshariarhimu.github.io/GoogleDorkEngine
DreamJoy
ঘুমের ভেতর আমরা যে সকল স্বপ্নগুলো দেখি সেগুলো বাস্তব লাইফে এতোটুকু ইমপ্লিমেন্ট করার প্রয়াস নেওয়া যায় কিন্তু...
DreamJoy:- https://humayunshariarhimu.github.io/DreamJoy
হ্যা,অবশ্যই এটার এতোটুকু প্রয়াস খুব সামান্য যা আরও ডেভোলপ করার অবকাশ আছে বৈকি তথাপি এইটুকু করাতে একটা শুরু হলো তো হলো...শেষটা না হয় হউক আপনার সফলতায়!
Funny Fracture
মোবাইলের ডিসপ্লে'তে গ্রিন লাইন ইস্যু হলে সেটা ফিক্স করা বা ডিসপ্লে পরিবর্তন করতে একটা প্যারা যায় - মনে করুন আপনি এক মোবাইল মেকানিক এখন এই প্রজেক্ট [ https://humayunshariarhimu.github.io/Funny-Fracture ] হতে একটি এন্ড্রোয়েড ওয়েব ভিউ এপ্লিকেশন তৈরী করে সেটা সিস্টেম পারমিশন এলাউ করে এলার্মিং টাইম সেটিংস এক্টিভ করে কোন কাস্টমারের মোবাইলে ইমস্টল করিয়ে নিলে একটি সময় পর মোবাইলের স্ক্রিনে এমনটি ভেসে উঠবে এবং মোবাইল রিস্টোর করাটাই কার্যত কাজে দিবে না (সাধাণত এমন হলে কেউ সহজেই ভেবে নিবে তার ডিসপ্লে প্রবলেম) এমন ফাংশান রাখলে ঐ ক্রেতা আবার আপনার নিকট আসবে - তখন যন্ত্রপাতির ইটিশ পিটিশ করে খানিক্ষন পর এপটি রিমুভ করে দিয়ে দিবেন [সিস্টেম এপ্লিকেশনের পারমিশন দেওয়ানো বা ফে/ইক সাট ডাউন ইত্যাদি ফিচার হ্যামার সিকিউরিটির মতো এপ্লিকেশন হতে ওপেন সোর্স রিসোর্স পাওয়া পসিবল] - ব্যাস :-/
এনিওয়্যে এটা দু'ষ্টু আইডিয়া আগেই বলেছি তথাপি এমন দুষ্টমি প্রকাশ পেলে আপনার ব্যবসা ও স্কিল দুটোই লাটে উঠে গ্রীন লাইনে লাল হয়ে যাবে কিন্তু...
আচ্ছা বুদ্ধি তো বুদ্ধিই তাতে দু'ষ্টু আবার ভালো কি বিশেষণ?!
মাত্র ৫ টাকার ফাকা সিরিঞ্জ হয়ে উঠতে পারে মোল পরিমাণ স্বাভাবিক বাতাসে তীব্র সা'য়া'নাইডের মতোই বিষাক্ত; তবুও দুঃখিত - আসলে অবসর পেলেই মাথায় আজাইরা অবকাশের অন্ত হয়না!!!
ফানটাকে ফানি মনে করেই ফানুস উড়ানোর আনন্দ মনে করলেই হয় :-)
কমপ্লিমেন্ট:- প্রজেক্ট GitHub এর পাবলিক রিপোজিটরীতে রাখা হলো; যেকেউ চাইলেই ক্রেডিট ছাড়াই আরও ডেভোলপমেন্ট পূর্বক ইউটিলাইজেশান করতে পারেন।
বিশেষ কথা: এই লেখাটি আমার কিছু ফেসবুক পোস্টের সংকলন তাই পোস্টের লেখাগুলোর প্যাটার্নে বিক্ষিপ্ততার জন্য দুঃখিত।
সকলের সুন্দর জীবনের তরে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো