শয়তানের নিঃশ্বাসে সম্মোহন!
শয়তানের নিঃশ্বাসে সম্মোহন! শয়তানের নিঃশ্বাস বাংলাদেশে বেশ কিছুদিন হলো ডেভিলস ব্রিথের মাধ্যমে অন্যকে সম্মোহিত করে এক প্রকার ইচ্ছাকৃত উপায়ে কারোর নিকট হতে সর্বস্ব লুট করার ঘটনা শোনা যায়; কিছুক্ষত্রে CCTV ফুটেজ দেখেও এমনটা মনে হয় - তবে আদতেই বিষয়টি কি সত্য? এখানে সত্য/মিথ্যা নির্ণয় করার আগে আমাদের কয়েকটি বিষয়ে নজর দিতে হবে: ফ্যাক্ট (১) ডেভিলস ব্রিথ কি? (২) এমন রাসায়নিক উপাদানের আদৌ কাউকে এতোটা দ্রুত সম্মোহিত করার সক্ষমতা আছে কি? (৩) যদি এমনটা না হয় তাহলে এখানে মূলত কি ঘটে এবং কেনইবা ঘটে?! সবার আগে আসা যাক ডেভিলস ব্রিথ কি? প্রচলিত ডেভিলস ব্রিথ এর কেমিক্যাম হলো স্কোপোলামাইন বা হায়োসিসিন যার রাসায়নিক গঠন হলো C17H21NO4 (কার্বনের ১৭ টি পরমাণু, হাইড্রোজেনের ২১ টি পরিমাণু এবং নাইট্রোজেন ও অক্সিজের মূলক NO তথা প্যারোক্সোনাইট্রেট ৪ টি মূলকের সহযোগে সমযোজী বন্ধনের এক রাসায়নিক যৌগ) এবং এটি মূলত ট্রোপেন অ্যালকালয়েড। ডেভিলস ব্রিথ তথা স্কোপোলামাইন প্রাকৃতিকভাবে অ্যাট্রোপা বেলাডোনা সহ আরও বেশ কিছু উদ্ভিদ হতে পাওয়া যায় এবং সেটা ল্যাবে কৃত্রিমভাবে তৈরী করা যায় [এটিকে ঔষধ হিসেবেও ব্যবহার করার অতীত ইত...