When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
নাহ এটা কোন ভবিষ্যতবানীর মতো প্রশ্নসূচক বাক্য নয় বরং বেশ ভয়ংকর ভীতি ধরানো একটা বাক্য বটে - আপনার জীবনের আর কতোটুকু সময় বাকি আছে?
হ্যা, হয়তো আমরা আমাদের জীবনের শেষের সীমানা তথা মৃত্যু কখন হবে সেটা জানি না তবে আপাতভাবে একটি Maximum সংখ্যাগত মান নিশ্চয়ই বিবেচনা করতে পারি যে এতো বছর আপনি বেঁচে রইবেন - সেটা অবশ্যই ডিপেন্ড করে আপনার পরিবেশ, পরিস্থিতি, স্বাস্থ্য, জেনেটিক্যাল বিষয় ইত্যাদি ফ্যাক্টের ওপর; তবুও গড় আয়ু আর সর্বোচ্চ আয়ুরেখা তথাপি বংশীয় রেকর্ড বিবেচনায় একটি আপাত সংখ্যাগত মান নিশ্চয়ই ধরে নেওয়া চলে [যা সর্বোচ্চ সম্ভাব্যতার ইন্ডিকেশন করবে] এরপর সেই মান নিচের Life Expectation এর ঘরে বসিয়ে এবং আপনার বর্তমান বয়স Your Age এ বসিয়ে Show Me তে ক্লিক করলেই Red ব্লকে আপনার অতিবাহিত জীবনকাল এবং ফাঁকা ব্লকে আপনার অবশিষ্ট জীবনের সময়টুকু দেখতে পাবেন.....
Life Time Psychological Stimulative Simulation ScreenShot
Direct Access:- Life Time Psychological Stimulative Simulation WebPage
বিষয়টিকে স্রেফ মজার ছলে একটি ক্যালকুলেশান ধরে নিলেও আপনি যদি একটু গভীরভাবে উপলব্ধি করেন নিজের চোখে দেখা এই Life Time Psychological Stimulative Simulation আপনার অবশিষ্ট জীবনের সময়কালের একটি সম্ভাব্য স্বরূপ আপনাকে আপন চোখে দেখিয়ে দিচ্ছে - অবশিষ্ট এই জীবনকাল কিভাবে স্যাটিসফেকশান সুখ এর সফলতার সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়ার পরিব্যাপ্তী সেটা আপন চোখের অপ্টিক্যাল সেন্স হতে ব্রেইনের নিউরন সেলের উদ্দীপনায় রূপান্তর ঘটতে পারে....
জীবনটাকে উপভোগ করুন সুখ ও সফলতার তরে - শুভকামনা রইলো।