When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
জীবনে সময়ের মূল্য কতোটুকু সেটা আসলে মোটিভেশান বা উদেশবাণী কিংবা হয়তো মাঝে মাঝে এমন সিচুয়েশান আসে যখন পরিস্থিতি আমাদের জানান দেয় বুঝিয়ে দেয় সময় কতোটা মূল্যবান এবং সেটা দ্রুতই আপনার জীবনকাল হতে সামনে অগ্রসর হচ্ছে এবং মৃত্যুর দিকে ধাবিত অবস্থাতে একরূপ ফুরিয়ে আসছে....
কথাগুলো হয়তো আমরা শুনি ও বুঝি তবে উপলব্ধি করার মতো আয়াস থাকে না - কেননা আমরা এগিয়ে যাওয়া সময়ের সাথে তাল মেলাতে না পেরে যখন অনেক সময় পিছিয়ে পড়ি তখন তাতেই স্থির হয়ে আপন স্থবিরতায় নিজেদের অবস্থা ও অবস্থানে একরূপ নির্লিপ্ত হয়ে যায়।
আসুন Time Psychological Stimulative Simulation হতে আমরা এতোটুকু স্টপওয়াচের মতো Play বাটনে ক্লিক করলে দেখতে পাবো সময় কিভাবে এবং কতোটা দ্রুত মুহূর্ত আকারে চলে যাচ্ছে - আপনার জীবন হতে সময় ফুরিয়ে আসছে; তা হতে হয়তো আপনি আপনার জীবনের সম্মুখে সফলতা ও সুখের পানে এগিয়ে যেতে প্রয়াসী হবেন।
এই Time Psychological Stimulative Simulation আপনাকে ভিজ্যুয়ালি উদ্দীপিত করতে পারে সময়ের মূল্য বোঝার ক্ষেত্রে - যেটার পরিপূর্ণ উপলব্ধি হয়তো আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ও গুরুত্ববহ একটা পদক্ষেপ গ্রহনে সহায়ক ভূমিকা পালন করবে।
আপনার সফল জীবনের তরে নিরন্তর শুভকামনা রইলো।