Get A Successful & Satisfied Super Life By Mind Software to be A Super Human. Just Share your Ideas Thankfully with Himu!

এনোনিমাস হতে চান? ইন্টারনেট জগতে এনোনিমাস হওয়ার উপায়

discovery mind

এনোনিমাস হতে চান? ইন্টারনেট জগতে এনোনিমাস হওয়ার উপায়!

এনোনিমাস হতে চান? ইন্টারনেট জগতে এনোনিমাস হওয়ার উপায়

এনোনিমাসমাস কি?

এনোনিমাস অর্থ বেনামী বা পরিচয়হীন যদিও সাইবার জগতে এনোনিমাস শব্দটির ভিন্ন মাত্রার বৈশিষ্ট্য ধারণ করে - যেখানে এনোনিমাস হলো তারাই যারা আপন পরিচয় লুকিয়ে বিভিন্ন হ্যাকিং কার্যক্রমের সাথে জড়িত; আক্ষরিকভাবে "এনোনিমাস" হলো আপন পরিচয় বা আইডিয়েন্টি লুকিয়ে আপনার উপস্থিতির আত্মপ্রকাশ ঘটানো।

এনোনিমাস কে এবং কারা?

এনোনিমাস এর ডেফিনেশান হতেই এটা স্পষ্ট যে প্রকৃতপক্ষে এনোনিমাস যারা তারা আপন পরিচয় বা পরিচিত লুকিয়ে রাখেন তাই কে বা কারা এনোনিমাস এটা জানা যায় না; এনোনিমাসেরা আপন আমার পাশেই তাদের প্রকৃত পরিচয় অন্তরালে ইন্টারনেটের ভার্চুয়াল পরিচয় লুকিয়ে রাখতে পারেন।

এনোনিমাস হওয়ার কারন?

এটি বলা যারপরনাই কঠিন এবং কিছুটা জটিল কেননা "কে কেন এনোনিমাস?" এটা নির্ভর করে তার ব্যক্তি মানসিকতা এবং ক্রিয়া-কর্ম তথাপি উদ্দেশ্য বা মোটিভ এর ভিন্নতার ওপর; তথাপি হ্যাকিং কার্য ক্রিয়াতে নিজেকে পরিচয় প্রকাশ করতে না চাওয়া, গোপনীয়তা রক্ষা, নিজের ব্যক্তিগত মতামত প্রকাশে স্বাধীনতা, নির্ভারতা, সামাজিক প্রেক্ষাপটে সুরক্ষা, নিরাপত্তা প্রভৃতি কারণে এনোনিমাস থাকার উপযোগীতা আছে বৈকি! 

সত্যিই কি এনোনিমাস হওয়া যায়?

এনোনিমাস হওয়ার বিষয়টি অবশ্যই টেকনিক্যাল ফ্যাক্টের সাথে জড়িত অধিকন্তু এটি মানসিক প্রক্রিয়া যেখানে এনোনিমাস হয়ে আপনি আপনার পরিচিতি কতোটুকু লুকায়িত রাখতে সক্ষম সেটার ওপর নির্ভরশীল; এনোনিমিটির সুরক্ষায় আপনার সাইকোলজিক্যাল অবস্থান ও অবস্থিতির স্থিতিশীলতা সর্বাধিক গুরুত্ব বহন করে। অন্যদিকে এটাও সঠিক যে ইন্টারনেট জগতে আমরা যেটাই করি না কেন সেটার একটি ফুটপ্রিন্ট থেকেই যায় - যা হতে অনুসন্ধান (ফরেনসিক এনলাইসিস) এর মাধ্যমে এনোনিমাসের পরিচয় ও পরিচিতি জানা অসম্ভব নয়; অসম্ভব নয় বলেই সেটা সহজসাধ্য তা নয় বরং সিংহভাগ সময়েই এটি সর্বাসাধারণের জন্য প্রায় অসাধ্য এবং স্পেশাল সাইবার সিকিউরিটি ইনভেস্টিগেশনের জন্য দরূহ হয়ে পড়ে!

এনোনিমাস গ্রুপ

ইন্টারনেট জগতে বেশ পরিচিত হলো এনোনিমাস গ্রুপ তবে ঠিক কোথায় এবং কে কে এটার সহিত জড়িত তা জানা প্রায় অসম্ভব তথাপি পরিচয়হীনতার জন্য এভাবে বললেও ভুল হয় না যে "যখন আপনি নিজেকে এনোনিমাস হওয়ার সংকল্প গ্রহন করছেন তখন আপনি নিজেও সেই এনোনিমাস গ্রুপের সদস্য হয়ে যাচ্ছেন বৈকি" তথাপি ইন্টারনেট জগতে এনোনিমাস ভিত্তিক তথ্য উপাত্ত হয়তো Anonymous Hackers Net ওয়েবসাইট হতে পেতে পারেন যদিও তা কেবলমাত্র Anonymous Hacker নেটওয়ার্কিং এর জন্যই স্পেসিফিক - কিন্তু এনোনিমাস মাত্রই যে হ্যাকার এমনটা নয়। অন্যদিকে আপন এনোনিমিটি বজায় রাখতে Reddit4Chan, WhisperBlind নেটওয়ার্ক ইফেক্টিভ হতে পারে। এছাড়াও আপনি Google অনুসন্ধানে আপনার প্রয়োজন তথা মোটিভ অনুসারে এভাবে সার্চ করতে পারেন Anonymous Network For "Your Motive" যেখানে Your Motive এর স্থলে Hacking, Discussion ইত্যাদি বসিয়ে সম্পর্কিত নেটওয়ার্ক এবং তথ্য ও উপাত্ত পেতে পারেন।

ইন্টারনেট জগতে এনোনিমাস হওয়ার উপায়

সর্বপ্রথম আপনার সাইকোলজিক্যাল ডেভোলপমেন্ট প্রয়োজন যা এনোনিমিটির জন্য প্রথম ও প্রধান শর্ত; তদুপরি আপনার পরিচিত সুরক্ষাভাবে লুকিয়ে রাখতে যে সকল বিষয়গুলো আবশ্যক সেসব উল্লেখ করা হলো:

Internet Protocol (IP) Address Masking 

ইন্টারনেট এক্টিভিটিতে নেটওয়ার্কিং এর প্রাথমিক ধাপ হলো আপনার IP Address যা হতে আপনার নেটওয়ার্কের পরিচিত পাওয়া চলে এবং সেই পরিচিতি হতে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হতে আপন পরিচয় অনুসন্ধান করা যেতে পারে তাই IP Masking তথা ইন্টারনেট প্রটোকল এড্রেস ভিন্ন একটি IP এর সাথে মাস্কিং বা লুকিয়ে রাখা গুরুত্বপূর্ণ; IP Address Masking এর জন্য বেশ কিছু এনড্রোয়েড এপ্লিকেশন পেয়ে যাবেন যেমন Hide My IP,  IP Hider - Safe Proxy, Change My IP, IP Changer & IP Scramble, IP Config ইত্যাদি [Google এবং Google Play Store App Name দিয়ে সার্চ করলে এপ্লিকেশন পেয়ে যাবেন]; এছাড়াও TOR PROXY এর মাধ্যমেও আপনি বেশ অনেকটাই সুরক্ষিতভাবে আপনার আইপি এড্রেস লুকিয়ে রাখতে সক্ষম হবেন (প্রেফারেবল Orbot এবং InviZible এপ্লিকেশন; অন্যদিকে ইন্টারনেট সার্ফিং এর ক্ষেত্রে Online Proxy Browser কিছুটা ইফেক্টিভ হতে পারে যেমন CroxyProxyProxyiumProxySiteHideMe,   4everproxy ইত্যাদি

Anonymous Email

Anonymous Email এর মাধ্যমে আপনি আপনার নিজের মেইল এড্রেস লুকিয়ে অন্য'কে মেইল করতে পারেন এক্ষেত্রে AnonymousMailMeAnonymous Email5ymail অনলাইন টুলস গুলো ট্রাই করতে পারেন - এছাড়াও Anonymous Email Sender Application লিখেও গুগল সার্চ করলে ইফেক্টিভ সফটওয়্যার পেতে পারেন। তবে সিংহভাগ সময়েই উন্নত ইমেইল ফিল্টারেশনের কারনে তা Spam বিবেচিত হওয়ার এটিই সাজেস্ট করবো ভিন্ন পরিচয় ও পরিচিতি লুকিয়ে ইমেইল একাউন্ট ক্রিয়েট করা।

এখানে Email Spoofing বিষয়টা প্রাসঙ্গিক বটে তবে এটার কার্য উদ্দেশ্য হ্যাকিং রিলেটেড হওয়ায় এটির আলোচনায় আলোকপাত করছি না।

Temp Mail

কোন একটি নির্দিষ্ট একাউন্ট ক্রিয়েট করতে আপনার ইমেইল পরিচিতি লুকিয়ে রাখতে Temporary Email ব্যবহার করতে পারেন যার জন্য TempMail, TemporaryMail, TempMailTo ইত্যাদি ব্যবহার করতে পারেন।

Secure Browning

ইন্টারনেটে আপন পরিচিতি লুকিয়ে সেইফ ও সিকিউড ব্রাউজিং করতে Brave Browser, Tor Browser এর মতো এপ্লিকেশন ব্যবহার করতে পারেন। অন্যদিকে Google Chrome এর Google Incognito ব্যবহার করতে পারেন।

Secure Search

ইন্টারনেট এক্সপ্লোরেশনে সুরক্ষিত সার্চ করতে আপনি StartPageDuckDuckGoBrave Search ইত্যাদি সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।

Anonymous Identity 

ইন্টারনেট জগতে আপনার আপন পরিচয় ও পরিচিতি লুকাতে তথা Masking করার জন্য FakeNameGeneratorAnonymousID, FakePersonGenerator অনলাইন টুলস গুলো ইফেক্টিভ হতে পারে।

এনোনিমাস হওয়ার সিক্রেট উপায়!

এনোনিমাস হওয়ার জন্য অন্যতম এবং খুব কার্যকরী বিষয়টা কিছুটা সাইকোলজিক্যাল ট্যাকটিসে সোস্যাল ইঞ্জিনিয়ারিং হতে আপন পরিচয় ও পরিচিতি এমন একটি বৃত্তের মাঝে লুকিয়ে রাখা যা সবার সামনেই দৃশ্যমান থাকবে অথচ Out Of Circle সবাই আপনাকে খুঁজে পেতে চাইবে এবং যারা আপনাকে খুঁজবে বা পরিচয় বা পরিচিতি জানতে তারা সেই একই বৃত্তের বাইরে আপনাকেই নিরাপত্তায় সিকিউরিটি প্রদান করবে!

কনক্লুশন

এনোনিমাস হওয়া ভালো নাকি মন্দ সেই বিচার ও বিবেচনা ব্যক্তিগত মূল্যবোধে মূল্যায়ন করা চলে তথাপি ইন্টারনেট জগতে আপন সেইফটি ও সিকিউরিটি তথাপি আপনার এক্টিভিটিকে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানে Anonymous হওয়া একটি কার্যকরী উপায়; তাইবলে এটি যেন আবার বলতে আসবে না দেখো.....আমি কিন্তু এনোনিমাস!!! 

ফেসবুক আমন্ত্রণ:- Humayun Shariar Himu

সবার জন্য শুভকামনা রইলো 



Post a Comment

Cookie Consent
Discovery Mind serve cookies on this site to Analyze traffic,Remember your Preferences & Optimize your Experience!
Oops!
Oops! It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again on Discovery Mind!
AdBlock Detected!
Discovery Mind have detected that you are using adblocking plugin in your browser.
The revenue Discovery Mind earn by the advertisements is used to manage this website, Discovery Mind request you to whitelist our website in your adblocking plugin. Thank You!
Site is Blocked
Sorry! This site is not available in your country.
A+
A-