When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
জীবনের রেসে না দৌড়েও জেতা যায় - কথাটা কিছুটা কৃত্রিমতাপূর্ণ বা ধূর্ত মনে হতে পারে - তবে মানুষের জীবনের এমন অনেক সময়ই আসে যখন কারোর পরিস্থিতি ও পরিবেশ স্বাপেক্ষে দৌড়েও সফলতা লাভ করাটা সম্ভবপর হয়ে উঠে না - সময়ের সাথে সাথে পরিস্থিতির চাহিদা ও প্রয়োজন আপনাকে নিশ্চিতভাবেই অবশ্যম্ভাবী পরাজয়ের দিকেই ধাবিত করবে ঠিক তখনই আপনার জন্য প্রয়োজন হবে এই ছোট্ট অথচ ক্রিয়াশীল লাইফ হ্যাক'টি!
আসুন সবার আগে Run Psychological Stimulative Simulation টি গভীরভাবে দেখি...
Direct Access:- Run Psychological Stimulative Simulation WebPage
এখনে মূলত কোন বালক দৌড়াচ্ছে না বরং পেছনের ফ্রেমটি এমনভাবে মুভ করানো হচ্ছে যাতে অপ্টিক্যাল ইলিউশনে মনে হচ্ছে বালকটি দৌড়াচ্ছে - এটি কেবলি এনিমেশনে প্রকাশ পাওয়া স্রেফ একটি ইলিউশান নয় বরং এটিকে আমরা আমাদের বাস্তব জীবনের সাথে পরিস্থিতির প্রয়োজনে রিলেট করতে পারি - যখন আমাদের জীবনে সময়ের পরিক্রমা টিকে থাকতে জয়ী হওয়া প্রয়োজন!
আমাদের জীবনে এমন ঘোরতর বিপদের সময়ে যদি পরিবেশে ও পরিস্থিতি স্বাপেক্ষ প্রয়োজন এমনই হয় যখন সময়ের স্বাপেক্ষ দৌড়ে জেতা সম্ভব নয় তখন এই Run Psychological Stimulative Simulation এর মতোই আপনাকে স্থির থেকে আপনার পরিস্থিতি ও পরিবেশ'কে এমভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে হবে যাতে যেটার স্বাপেক্ষ আপনি সফলতা লাভ করেন - অন্যকথায় সফলতা আপনা আপনি আপনার নিকট আসতে বাধ্য হয়!
কোন কোন বিপদ বা আপদের পরিস্থিতি ও পরিবেশ কেমন সেটা বিভিন্ন ফ্যাক্ট স্বাপেক্ষ হতে পারে তবে সময়ের সাথে সেটাকে আপনার উদ্দ্যেশে ব্যবহার করে সফলতা লাভের এই প্রক্রিয়াটা শিরোনামের মতোই খানিক চাতুর্যপূর্ণ মনে হলেও এটাই আপনার জীবনের তাৎপর্য বয়ে আনতে পারে - নিজেকে নিজের লাইফের জন্য হিরো হতে পরিবেশ বা পরিস্থিতি হয়তো আপনাকে ভিলেইন তকমা দিতে পারে - তবে আপন জীবনে আপনার আপন আপনি ছাড়া আর কে বলুন তো?
সেথায় এমন ডীপ সাইকোলজি'ই হতে পারে সমাধন কিংবা সময়ের শ্রেষ্ঠ বন্ধু!
বৈচিত্রময় জীবনের নানান প্রয়োজন একটা গিরগিটি যেমন আপন বর্ণ লুকিয়ে পরিবেশের সাথে খাপ খাওয়িয়ে টিকে থাকাটাই জীবনের স্বার্থকতায় তার বৈশিষ্ট্য সেখানে বাস্তব জীবনেও বর্ণচোরা গিটগিটি না হয়েও এই সহজ বিষয়টি আয়ত্ব করা এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করে সাইকোলজিক্যালি জীবনের পথে না দৌড়ে সেই রেসে বিজয় অর্জন করা সম্ভবপর!
আপনার সফল জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো