When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
মানব জীবন (Human Life) যেমন বৈচিত্র্যময় তেমনি মানব মন (Human Mind) তথা Brain ততোই বিস্ময়কর - তদুপরি এই অদ্ভুত বৈচিত্র্যতার অনেকটাই হয়তো অদ্যবধি আমাদের অজানা তাইতো সাইকোলজিক্যালি কখন-কিভাবে আমাদের মন (Mind) ক্ষণে ক্ষণে রং বদলায় তথায় মস্তিষ্ক (Brain) কেমন ক্রিয়া-প্রতিক্রিয়ায় কি মিথস্ক্রিয়া সংঘটন করে সেটা আমরা পরমভাবে রিয়েলাইজ করতে সক্ষম হইনা [যদি সেইসকল মিথস্ক্রিয়ার মানচিত্র ও ক্রিয়া-কলাপ আমরা সহজাতভাবেই সুনির্দিষ্ট করতে পারতাম তবে আমাদের প্রত্যাহিক জীবন আরও সহজ ও সুগঠিত হতো বটে তবে অজানা অনিশ্চয়তায় সৃষ্ট বিবিধ সৌন্দর্য হয়তো হারাতে হতো]; যেমন Magic অর্থাৎ জাদু সম্পর্কে যদিও আমরা জানি [সচেতন মন বা কনশিয়াস মাইন্ডে] সেইসব লুকায়িত কৌশল (Trick) এর ভোজবাজি মাত্র তবুও কুহক-মায়া কি ইন্দ্রাজালের মোহিনী শক্তি [এখানে মোহিনী শক্তি বলতে মোহ বা আসক্তির ফলে জন্মানো অস্পষ্টতায় রহস্যময়তার প্রতি অবচেতন কি অচেতন আবেগ ও অনুভূতিকে বোঝানো হয়েছে মাত্র] আমাদের অভ্যন্তরীন সত্তা [সাব-কনশিয়াস মাইন্ড] -কে সম্মোহিত করতে সক্ষম; এখানে শুধুই মনের দোষ দিয়েই দায় এড়ানো চলে না বরং কাটখোট্টা বায়োলজির ফিজিক্যাল দায়িত্ব বন্টনে নিউরনের আধার হতে নির্দেশিত জৈব-রাসায়নিক রসালো তরল হরমোনের নিঃসারিত যে ব্যাপন তাতেও অভ্যন্তরীন শরীর যন্ত্র নিতান্তই অবুঝ নয়তো চরমভাবে নির্লিপ্ত - আর হয়তো অনুসক্ত অবুঝ বলেই বৈচিত্রতায় এতো সৌন্দর্য [রূপকভাবে উদ্ধৃত]!
চলুন বিষয়টা সহজভাবে উপলব্ধির চেষ্টা করি....
প্লাসিবো ইফেক্টের ক্ষেত্রে আমাদের মনের জোর বা মনের শক্তি যেরূপ প্রেক্ষাপটে "একটি সুন্দর সুগঠিত মিথ্যা" দ্বারা যে ছলনার উদ্ভব করে তাতে অবুঝ মস্তিষ্ক "বিশ্বাস" দ্বারা প্রভাবিত হয়েই হয়তো হরমোনের নির্দেশনায় ফিজিক্যালি প্রভূত (অদ্ভুত) পরিবর্তন সাধন করে আবার নিতান্তপক্ষে উল্টে পাল্টে যাওয়া জীবন চিত্র নিমিষেই বদলে যায় কয়েক মিনিটের মমতাময়ী সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর মাধ্যমে। উদাহরণ আর দৃষ্টান্ত এখানে ক্ষান্ত নয় - নিদারুণ নোংরা অগোছালো ছেলেটার জীবন অত্যাশ্চর্য সুন্দর নিয়মানুবর্তী হয়ে উঠে কোন এক মানবীর পরম প্রেমে; আলসেমির আদুরে আবেগী মেয়েটি দারুণভাবে সংসারী হয়ে উঠে বিয়ে নামক অদৃশ্য সাইকোলজির বন্ধনে; আপাতভাবে লজিক্যালি অসম্ভব অনেক কিছুই তো প্রতিনিয়ত সম্ভব হচ্ছে আমাদের এই Mind তথা Brain এর অদ্ভুত অপরূপ শক্তিতে!!!
হ্যা Mind Magic বলতে আমরা এগুলোই আইডিয়েন্টিফাই করতে পারি সেখানে ঝাড়-ফুঁক, মন্ত্র-তন্ত্র, তাবিজ-কবচ, মাদুলী-পাথর প্রভৃতি ঐশ্বরিক-দৈবতার দয়া বা দোহায় দেবার দরকার হয় না [বস্তুত ঝাড়-ফুঁক, মন্ত্র-তন্ত্র, তাবিজ-কবচ, মাদুলী-পাথর প্রভৃতি ঐশ্বরিকতা-দৈবতার মূলকথা তথা Root ঐ একই পূর্বোক্ত মনস্ত্বাত্বিক Fact মাত্র]!
আমরা যদি এই Magic Mind বিষয়টিকে বাস্তব জীবনে স্বার্থকভাবে ইউটিলাইজ করতে চাই তবে আমাদের "বিশ্বাস" তথা "আত্ন-বিশ্বাস" এর চূড়ান্ত ব্যবহার সুনিশ্চিত করতে হবে - যা কিনা আমাদের সাব-কনশিয়াস মাইন্ডের আয়ত্তাধীন; Meditaive Self Hypnosis এর মাধ্যমে আমরা বিষয়টি যথাসম্ভব Ensure করতে পারি...
সর্বপ্রথম মধ্যরাত বা শেষরাতে অন্ধকার আবদ্ধ একটি কক্ষে [এমন পরিবেশ সাজেস্ট করার কারণ হলো গভীর রাতের নিঝুম - নিস্তব্ধতায় বিশেষ সাইকোলজিক্যাল Circumstantial Ignition লাভ করা] একাকী একটি Black Candle হাতে আয়নার সম্মুখে ফিজিক্যালি নির্ভার হয়ে সম্মুখে হালকা ঝুকে দাড়ান >>> এখন আপনার প্রতিবিম্ব'কে লক্ষ্য করে আপনার উদ্দেশ্য বা হেতু অনুযায়ী কামান্ড প্রদান করুন [উল্লেখিত এনভায়রনমেন্টে আপনার প্রতিবিম্ব মূলত আপনারই সাব-কনশিয়াস মাইন্ড এর প্রতিনিধিত্ব করছে] >>> আপনার সাইকোলজিক্যাল কামান্ড হতে হবে পূর্ণ নিষ্ঠার সহিত আত্মবিশ্বাসী হয়ে [আপনাকে অবশ্যই সম্পূর্ণ নিবেদিত মানসিকতায় পরমভাবে বিশ্বাস স্থাপন করতে হবে - এক্ষেত্রে সচেতনভাবেই অবচেতন মনের বন্ধ দুয়ার খুলতে লজিক অপেক্ষা আবেগ ও অনুভূতি'কে এর প্রাইম প্রায়োরিটি প্রদান করা বাঞ্ছনীয়] প্রারম্ভিকতায় অনুরোধবাচক এবং অনুশীলন স্বাপেক্ষে ক্রমান্বয়ে আদেশ বা নির্দেশসূচক [উদাহরণস্বরূপ বিবেচনা করা হলো আপনি একটি বিশেষ কর্মে সফলতা লাভ করতে চাইছেন - সেক্ষেত্রে এমনভাবে কমান্ড দিতে পারেন "হে...আমার সাব-কনশিয়াস মাইন্ডের প্রতিনিধিরূপ প্রতিবিম্ব আমি তোমাকে অনুরোধ করছি আমার অমুক কর্মে তুমি আমাকে সফল করো; আমার পূর্ণ মানসিক শক্তি নিয়োগে শতভাগ সাইকোলজিক্যাল স্ট্যামিনায় আমাকে সফলতা লাভের পথে প্রতিনিয়ত পরিচালিত করো"] >>> সাইকোলজিক্যাল কমান্ড প্রদান শেষে মোমবাতি নিভিয়ে ঐ অন্ধকারেই কারোর সহিত বাক্য বিনিময় কিংবা কোনরূপ আলোক আবলোকন ব্যতীরেকে ভিন্ন কোন ক্রিয়া-কলাপে নিযুক্ত না হয়ে ঘুমিয়ে পড়ুন [যথাসম্ভব প্রদত্ত সাইকোলজিক্যাল কমান্ড আপনার মস্তিষ্কে নিগূঢ়ভাবে গেঁথে দেওয়ার নিমিত্ত] >>> সবিশেষ এই প্রক্রিয়া নিয়ত চলমান রেখে এমন আস্থাশীল Thinking হতে হবে যেন এই Meditaive Self Hypnosis আপনার প্রত্যাহিক জীবনে Positive Effect বয়ে আনছে তবেই আপনি স্বার্থক-সফলভাবে Efficiency গেইন [উপলব্ধি] করতে পারবেন বলে আশা করা যায় [এমন সতর্কমূলক নির্দেশনার হেতু যদি আপনি আশাহত হয়ে অবিশ্বাসী হউন তবে বস্তুত আপনি আপনার নিজের আপন অবচেতন মন'কেই সন্দিগ্ধতায় অস্বীকার করছেন - যা আপনার পরবর্তী জীবনে হয়তো ভারসাম্যহীনতায় নেগেটিভিটির কারণ হতে পারে]।
বিঃদ্রঃ যদি আপনার প্রথমেই উপরোল্লিখিত Task এর প্রতি কোনরূপ সংশয় কাজ করে তবে বিষয়টি কখনোই অনুশীলন না করার জন্য বিশেষভাবে উপদেশ দেওয়া হলো কেননা যদিওবা আপেক্ষিকভাবে Logic সর্বদাই সত্য তথাপি মনস্ত্বাত্বিক মিথস্ক্রিয়ায় Convincing Sense অপেক্ষাকৃত অধিক প্রগাঢ় প্রভাবক বটে। এটাও জেনে রাখা উত্তম যে যদি উপরোক্ত Task প্রতিপালনে কোনরূপ ভয় কাজ করে কিংবা ব্যক্তিবিশেষ মানসিকতার ভিন্নতায় প্রাথমিক দিকেই প্রত্যাহিক জীবনে কোন বিরূপতা পরিলক্ষিত হয় তবে অবশ্যই উল্লেখিত Task হতে নিজেকে প্রত্যাহার করুন যতোক্ষন না অবধি অবিচল-আস্থাশীল নির্ভীক এবং পজেটিভ মানসিকতা লাভ করছেন!
শুভকামনা রইলো।