When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
আমাদের জীবনে যদিও সিংহভাগ মানুষ'ই গণিত বিষয়টা অবচেতনভাবে এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কেননা সেটি আমাদের সমস্যার মুখোমুখি করে - তথাপি আমাদের জীবনের প্রায় সকল পার্থিব সমস্যার সমাধান গাণিতিক উপায়ে লজিকের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে করা সম্ভব।
Mind Math Psychological Stimulative Simulation Screenshot
Access Link:- Psychological Stimulative Simulation WebPage
Mind Math Psychological Stimulative Simulation হতে দেখা যায় একটি সাধারণ গাণিতিক সমস্যা [ + - =3] এর সমাধান প্রকল্পে আমরা ফাঁকা স্থানে যথাক্রমে X,Y,Z বসিয়ে নিলে সমীকরণটি হয় X+Y-Z=3 হতে হলে X=1, Y=2 এবং Z=0 হলে 1+2-0=3 হয়; আবার একইভাবে উপরোক্ত সমীকরণটি X=2, Y=3 এবং Z=2 হলে 2+3-2=3 হতে পারে।
এখানে দেখতে পাচ্ছেন "সমস্যা" একটিই এবং সমাধানের উপায়ও একটি তথাপি তা সমাধানের নানান উপায় থাকতে পারে - আমাদের পার্থিব জীবনেরও সকল সমস্যাতে সমাধান বা লক্ষ্য যদিচ একটিই তবে তাতে সমাধানের নানান পথ অবলম্বন করা যেতে পারে; আমাদের শুধুমাত্র সেইসব উপায় খুঁজে বের করতে হবে এবং সেগুলো ঐ সমস্যার সিচুয়েশন (অন্যভাবে বললে গাণিতিক সমীকরণের শর্ত যেমন +/- ইত্যাদি) স্বাপেক্ষ পদ্ধতি অবলম্বন করতে হবে। উপরোক্ত গাণিতিক সমীকরণে X,Y,Z এর মান আরও ভিন্ন ভিন্ন হতেই পারে - তথাপি সেগুলোর সঠিক শর্তাধীন ইমপ্লিমেন্টেশনে সঠিক মান অবশ্যই পাওয়া যাবে - যেমন জীবনের নানান সমস্যার বিভিন্ন উপায়ের অভিন্ন সলিউশন; এখানে আপনার + এবং - এর গাণিতিক ফ্যাক্ট'কে আমরা এভাবে উপস্থাপন করতে পারি যেন "আপনার সমস্যা সমাধানে কর্ম পরিকল্পনাতে লজিক (+) যুক্ত করুন এবং যাবতীয় নেগেটিভ ইনটেনশন (-) বিয়োগ করে অবচেতন মনের তীব্র ইচ্ছাশক্তির প্রয়োগ সুনিশ্চিত করুন = তাতেই সমস্যার সমাধান লব্ধ হউক!
সবিশেষ গাণিতিক সমীকরণের মতোই আপনার জীবনের সকল সমস্যা সমাধানে আপনি সুখী ও স্যাটিসফাইড হউন সেই শুভকামনা রইলো।.