When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
চাঁদের প্রতি আগ্রহ আর কৌতূহলে আমাদের "মায়া" এক চিরন্তন মানসিক বিষয় - এই মায়া'তে জন্ম হয়েছে কতো কাব্য আর গল্প কিংবা উপকথায় রোমাঞ্চকর কাহিনি; এই চিরন্তন মায়া'কে মানসিকভাবে আমরা ইউটিলাইজ করে সফল হওয়ার প্রয়াস নিতে পারি...
চাঁদের প্রতি তাকিয়ে নিশুতি রাতে আমাদের মন যেমন উদাস কিংবা কাব্যিক সুরে নস্টালজিয়ায় হারায় - এটি মূলত আমাদের সাবকনশিয়াস তথা অবচেতন মনের এক প্রকার উন্মেষণ বা আত্মপ্রকাশ বলা চলে; এই অবচেতন মন আমাদের জীবনে সুখ তথা স্যাটিসফেকশানের অনুভূতি এবং সফলতার তরে তাড়না যোগাতে সাম্যকভাবে ইফেক্টিভি যোগান দেয়; তাই এই অবচেতন মন'কে কেন্দ্রীভূত করে সফলতার তরে ডেডিকেশন এবং সুখ তথা স্যাটিসফেকশান অনুভবে প্রয়াসী হউন; আপনার জীবনে আপন অবচেতন মনের নিগূঢ় উপলব্ধি করতে সক্ষম হবেন!
আপনি গভীর রাতে নিস্তব্ধ পরিবেশে নির্মল আকাশ পানে যখন চাঁদনী রাতে চাঁদের প্রতি এমনভাবে দৃষ্টিসুখে তাকান যেন আপনার মনের গভীর অঞ্চল অবধি সেই আবেশ ছড়িয়ে যায়; এখন আপনার জীবনের কোন এক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যে আপন ভাবনায় আলোকপাত করুন >>> সেই ভাবনার যাবতীয় নেগেটিভ ইনটেনশন লজিক এর ব্যবহারে দূর করে তাতে সুখ অনুভব বা সফলতা লাভে দৃঢ় সংকল্প গ্রহন করুন >>> চাঁদের শীতল রূপালী আলো যেন আপনার সেই ভাবনা'কে সুখী বা সফল করতে নির্লিপ্ত জোৎস্না'তে ভিজিয়ে দিচ্ছে >>> এই মানসিক অবস্থা বা সাইকোলজিক্যাল মোমেন্টাম আপনি হৃদয়ঙ্গম করুন!
এমন অনেক সময় বা পরিস্থিতি হয় যখন হয়তো খোলা আকাশ বা চাঁদনী রাতের পরিচ্ছন্ন আবহাওয়া পরিবেশ ও পরিস্থিতি স্বাপেক্ষ সম্ভবপর হয়না - এমতাবস্থায় Psychological Stimulative Simulation হিসেবে Moon Meditation করতে নিচের ওয়েব এপ্লিকেশনের ইন্টারফেইস ইফেক্টিভ হতে পারে; নিচের আইফ্রেম ইন্টারফেইস বা Moon Meditation WebPage এর স্ক্রিনের প্রতি গভীরভাবে নির্ভার মানসিকতায় উপরোক্ত মেডিটেশন প্রক্রিয়া ফলোআপ করতে পারেন - এতে আপনার মনে প্রশান্তির তরে সুখ ও সফলতা লাভে হয়তো সক্ষম হবেন!
[কোন কারনে আইফ্রেম ইন্টারফেইস ইরোর হলো সরাসরি Moon Meditation WebPage হতেও আপনি Psychological Stimulative Simulation উপলব্ধ হতে পারেন]
চাঁদের প্রতি অদ্ভুত অথচ সহজাত মনোবৃত্তি'কে ব্যবহার করে আমরা আপন মনের গভীরতা উপলব্ধি পূর্বক সুফলতা লাভে স্বার্থক হউক এই মানসিক প্রয়াস!
সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।